Home
/
আয়ুর্বেদ
/
Ayurved Tips
/
Home remedies for sinus
/
/
আয়ুর্বেদিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে সাইনাস-এর থেকে মুক্তি | Home remedies for sinus in Ayurvedic way
|| আয়ুর্বেদিক উপায়ে সাইনাস-এর থেকে মুক্তি ||
সাইনাস-এর থেকে মুক্তির উপায় :-
- ফোটানো জলের মধ্যে লবণ বা ডাক্তারের থেকে আনা যে কোন ওষুধ দিয়ে দিন।এরপর জলটাকে উনুন থেকে নামিয়ে নিন। এবার প্রায় দশ মিনিট ধরে এই জলটার ভাপ নিতে থাকুন। এরপর প্রায় কুড়ি মিনিট পর্যন্ত হাওয়ার মধ্যে যাওয়া যাবে না। মনে রাখবেন এটা করার সময় পাখা, এ.সি, কুলার সবকিছু বন্ধ রাখবেন। একটু গরম লাগতে পারে, আর যদি শীতকাল হয় তাহলে তো কোনো অসুবিধা নেই।
- অর্ধেক কাপ জলের মধ্যে কয়েক ফোঁটাইউক্যালিপ্টাসের তেল ঢেলে দিন। এই জলটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর এর ভাপ নিন। এটা সাইনাস, মাথাব্যথা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়ার উপায়।
- এগুলো ছাড়াও আপনি হট ব্যাগ ব্যবহার করতে পারেন। আপনি হট ব্যাগের ব্যবহার কমপক্ষে ১০ মিনিট পর্যন্ত করুন। এরকম করলে অনেকটাই স্বস্তি পাওয়া যায়।
- যখন সাইনাসের সমস্যা বেশি খারাপ হতে লাগে তখন সজনে ডাটার সুপ রসুন, পেঁয়াজ, গোলমরিচ এবং আদা দিয়ে বানিয়ে নিন।এই সুপ-কে যদি গরম গরম খাওয়া যায় তাহলে বেশি উপকার হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন