Home
/
বাংলা গান লিরিক্স
/
Arindam Saha
/
Lopamudra Mitra
/
/
Jhor Jani Theme Jabe Lyrics - Lopamudra Mitra
Lopamudra Mitra and Asha Audio present "Jhor Jani Theme Jabe". This new song features and is sung by Lopamudra Mitra. The music is composed of Joy Sarkar and lyrics are penned by Arindam Saha.
Jhor Jani Theme Jabe Song Credit:
- Song : Jhor Jani Theme Jabe
- Singer : Lopamudra Mitra
- Music : Joy Sarkar
- Lyrics : Arindam Saha
- Label : Asha Audio
Jhor Jani Theme Jabe Song Lyrics:
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।
প্রতিদিন এতো বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয়..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
এভাবে এগিয়ে যাবো, তোমাকে পথেই পাবো
হবে যে একটু দেরি, বন্ধু দাঁড়িয়ে থেকো।
জীবনে প্রাণের ছোঁয়া, এইতো অনেক পাওয়া
দেখবো আকাশ বাতাস
আর কি মনের চাওয়া।
প্রতিদিন এতো বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয় ..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
কতদিন হাসি মুখে, সয়েছি দুঃখের দিন
রয়েছি আশায় আশায় একদিন আসবে সুদিন,
আমি এক ভোরের পাখি, আনবো যে সূর্যদয়
খুলবে সুখের চাবি নেই আজ কোনো সংশয়।
প্রতিদিন এত বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয় ..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।
প্রতিদিন এতো বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয়..
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
এভাবে এগিয়ে যাবো, তোমাকে পথেই পাবো
হবে যে একটু দেরি, বন্ধু দাঁড়িয়ে থেকো।
জীবনে প্রাণের ছোঁয়া, এইতো অনেক পাওয়া
দেখবো আকাশ বাতাস
আর কি মনের চাওয়া।
প্রতিদিন এতো বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয় ..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
রয়েছি আশায় আশায় একদিন আসবে সুদিন,
আমি এক ভোরের পাখি, আনবো যে সূর্যদয়
খুলবে সুখের চাবি নেই আজ কোনো সংশয়।
প্রতিদিন এত বাধা ভয়
মনে আছে এই প্রত্যয়,
করবো জয় নিশ্চয় ..
ঝড় জানি থেমে যাবে রাত ভোর হবে
বন্ধু আবার দেখা হবে,
পথ জানি শেষ হবে জয় হবেই হবে
বন্ধু আবার দেখা হবে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন