Jodi Bolo Haan Song Credit:
- Song: Jodi Bolo Haan
- Singer: Rishi Panda
- Lyrics: Chandrabindoo
- Composer: Rishi Panda
- Music Label: Rishi Panda
- Original Album: Gadha
- Original Band Name: Chandrabindoo
Jodi Bolo Haan Song Lyrics:
যদি বল হ্যাঁ বিসিএসে বসে যাবো আমিযদি বল না আওড়াবো জয় গোস্বামী
যদি কর দোনামনা,
কোল্ড কফি নিয়ে নেবো দুটো
যদি কেঁদে ফেলো,
তাড়াতাড়ি সামলিয়ে উঠো।
কেজো বাড়ির পাশে মেজো বাড়ি
আমরা তবু রোদ্দুর কাড়ি
ধূলো বালির পর বালি ধূলো
হঠাৎ হাওয়া তোর ঠোঁট ছুঁলো
সে তো চাইবেই অস্ফুটে তুমি বলে ওঠো।
যদি বল মাছি দশটায় পাঁচটায় বাঁচি
যদি বল নেতা সানগ্লাস পরে মারি কেতা
যদি ডাকো সোনা,
কোন ভন্ডামী রাখবো না।
ঘিঞ্জি মেসটাও দারূন ঠেক,
দড়িতে ঝুলে থাকে ভিজে জামা
জূতোর ভুন থেকে জাগে পেরেক,
টাকা পাঠাচ্ছে না মেজো মামা
আমি তো চাইবোই,
এ শহরে তুমি নেমে এসো।
যদি বল প্লেন,
পিঠে নিয়ে উড়ে যাব স্পেন
যদি বল গান,
একাই হয়ে ডোভার লেন
যদি বল দিন,
সূর্যকে টুঁটি ধরে আনি
যদি বল রঙ্গিন,
তোমাকেই শুধু আমি জানি।
ভোমরা রাখা আছে সাবধানে
সোনা কাঁঠির পাশে রুপো কাঁঠি,
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
জেনো উড়বই ..
তুমি ঠোঁটে নিয় খড় কুটো।
যদি বল শাড়ি,
এক্ষুনি কিনে দিতে পারি
টিউশনি নিতে হবে জুটিয়ে,
শাঁসালো কোন বাড়ি
যদি বল নারী,
রাখি পুরুষালি চাপ দাড়ি
যদি বল আড়ি,
তোমাকেও ছেড়ে যেতে পারি।