Home
/
Baul Shafi Mondol
/
Bengali Folk Song
/
Monomohan Dutta
/
/
Kanar Hat Bazar Lyrics - Baul Shafi Mondol
Baul Shafi Mondol and Channel Nine present "Kanar Hat bazar". This new song features and is sung by Baul Shafi Mondol. The music is composed of Ostad Aftabuddin Ahmed and lyrics are penned by Monomohan Dutta.
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
এক কানা কয় আর এক কানা রে
চলো এবার ভব পারে,
নিজে কানা পথ চেনে না,
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারং বার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
পন্ডিত কানা অহংকারে
মাতবর কানা চুগলখোরে,
পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন্-বিচারে,
আন্দাজে এক খুঁটি গাড়ে,
আন্দাজে এক খুঁটি গাড়ে
জানেনা সীমানা কার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
কানায় কানায় হোলা মেলায়
বোবাতে খায় রসগোল্লা গো,
হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো,
আবার তেমনি লালন মদনা কানা
তেমনি লালন মদনা কানা,
ঘুমের ঘোরে দেয় বাহার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
বেদ বিধির পর শাস্ত্র কানা,
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
Kanar Hat Bazar Song Credit:
- Song: Kanar Hat bazar
- Singer : Baul Shafi Mondol
- Music : Ostad Aftabuddin Ahmed
- Lyrics : Monomohan Dutta
- Label : Channel Nine
Kanar Hat Bazar Song Lyrics:
বেদ বিধির পর শাস্ত্র কানা,বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
এক কানা কয় আর এক কানা রে
চলো এবার ভব পারে,
নিজে কানা পথ চেনে না,
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারং বার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
মাতবর কানা চুগলখোরে,
পন্ডিত কানা অহংকারে
সাধু কানা অন্-বিচারে,
আন্দাজে এক খুঁটি গাড়ে,
আন্দাজে এক খুঁটি গাড়ে
জানেনা সীমানা কার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
কানায় কানায় হোলা মেলায়
বোবাতে খায় রসগোল্লা গো,
হায় হায় বোবাতে খায় রসগোল্লা গো,
আবার তেমনি লালন মদনা কানা
তেমনি লালন মদনা কানা,
ঘুমের ঘোরে দেয় বাহার ..
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার
এসব দেখি কানার হাট বাজার,
এসব দেখি কানার হাট বাজার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন