Home
/
বাংলা গান লিরিক্স
/
Andrew Kishore
/
Anurup Aich
/
/
Matir Ango Hoibo Songo Lyrics - Andrew Kishore
Andrew Kishore and Sangeeta present "Matir Ango Hoibo Songo". This new song features and is sung by Andrew Kishore. The music is composed of Ali Akbar Rupu & Dipok Das and lyrics are penned by Anurup Aich.
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়,
সেদিন আসবে সবাই আমার বাড়ি
সেদিন আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়।
আমায় ভালোবাসতো যারা
খবর পেয়ে আসবে তারা,
দেখবে সেদিন অশ্রু ছাড়া
ওরে দেখবে সেদিন অশ্রু ছাড়া
কারো মুখে হাসি নাই,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।
কেউবা কাঁদে মনে মনে
আবার কেউবা কাঁদে বিলাপ করে,
কেউবা রবে পাথর হয়ে
ও.. কেউবা রবে পাথর হয়ে
কান্নার ভাষা ভুলিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।
দু'দিনের এই পৃথিবীতে
কি লাভ হবে স্বার্থে মেতে,
অনুরূপ আইচের মতে
তাই অনুরূপ আইচের মতে
বাঁচরে মন খুলিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়,
সেদিন আসবে সবাই আমার বাড়ি
ওরে আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।
Matir Ango Hoibo Songo Song Credit:
- Song : Matir Ango Hoibo Songo
- Singer : Andrew Kishore
- Lyrics : Anurup Aich
- Tune & Music : Ali Akbar Rupu & Dipok Das
- Label : Sangeeta
Matir Ango Hoibo Songo Song Lyrics:
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়,
সেদিন আসবে সবাই আমার বাড়ি
সেদিন আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়।
খবর পেয়ে আসবে তারা,
দেখবে সেদিন অশ্রু ছাড়া
ওরে দেখবে সেদিন অশ্রু ছাড়া
কারো মুখে হাসি নাই,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।
কেউবা কাঁদে মনে মনে
আবার কেউবা কাঁদে বিলাপ করে,
কেউবা রবে পাথর হয়ে
ও.. কেউবা রবে পাথর হয়ে
কান্নার ভাষা ভুলিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।
কি লাভ হবে স্বার্থে মেতে,
অনুরূপ আইচের মতে
তাই অনুরূপ আইচের মতে
বাঁচরে মন খুলিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবো সাঙ্গ দুনিয়ায়,
সেদিন আসবে সবাই আমার বাড়ি
ওরে আসবে সবাই আমার বাড়ি
লোক মুখে শুনিয়া,
যেদিন আমার দম ফুরাইবো এই দুনিয়ায়
একদিন মাটির অঙ্গ হইবোরে সাঙ্গ দুনিয়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন