Nalish Song Credit:
- Song - Nalish
- Singer - Keshab Dey
- Lyrics - Badal Paul
- Composer - Keshab Dey
- Music Label - Keshab Dey
Nalish Song Lyrics:
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।
প্রশ্ন হাজার ছিলো বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।
আজুহাতের পাহাড় যেমন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
আ আ ...
আজুহাতের পাহাড় যখন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
স্বপ্ন অনেক আছে বাকি
রাত্রি গুলো আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।
যাকে নিয়ে লেখা ছিলো
হাজার একটা বায়না,
সে হারালেও সহজে তা
মুছে ফেলা যায় না।
প্রশ্ন হাজার ছিল বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল।
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।
প্রশ্ন হাজার ছিলো বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।
আজুহাতের পাহাড় যেমন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
আ আ ...
আজুহাতের পাহাড় যখন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
রাত্রি গুলো আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।
যাকে নিয়ে লেখা ছিলো
হাজার একটা বায়না,
সে হারালেও সহজে তা
মুছে ফেলা যায় না।
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।
জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল।