Susmita Patra and SVF Devotional present "Nishitho Shoyone". This new song features and is sung by Susmita Patra. The music is composed of Rabindranath Tagore and lyrics are penned by Rabindranath Tagore.
ওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে,
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে
তোমার চরণে নমিয়া পুলকে,
মনে ভেবে রাখি দিনের কর্ম
তোমারে সঁপিব স্বামী,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
দিনের কর্ম সাধিতে সাধিতে
ভেবে রাখি মনে মনে,
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায়
বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি বসে ঘরে
তোমার নিশীথ বিরাম সাগরে,
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা
নীরবে যাইবে নামি,
ওগো অন্তর্যামী।
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
Nishitho Shoyone Song Credit:
- Song : Nishitho Shoyone
- Singer : Susmita Patra
- Music Designed By : Sandipan Ganguly
- Lyrics : Rabindranath Tagore
- Composition : Rabindranath Tagore
- Music Label : SVF Devotional
Nishitho Shoyone Song Lyrics:
নিশীথশয়নে ভেবে রাখি মনেওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে,
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে
তোমার চরণে নমিয়া পুলকে,
মনে ভেবে রাখি দিনের কর্ম
তোমারে সঁপিব স্বামী,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
দিনের কর্ম সাধিতে সাধিতে
ভেবে রাখি মনে মনে,
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায়
বসিব তোমারি সনে।
তোমার নিশীথ বিরাম সাগরে,
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা
নীরবে যাইবে নামি,
ওগো অন্তর্যামী।
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া
তোমারে হেরিব আমি,
ওগো অন্তর্যামী,
নিশীথশয়নে ভেবে রাখি মনে
ওগো অন্তর্যামী।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন