Home
/
বাংলা গান লিরিক্স
/
Ashraf Babu
/
Mezba Rahman
/
Saif Zohan
/
/
Sraboner Megh Gulo Lyrics, Different Touch
Mezba Rahman, Saif Zohan and Different Touch present "Sraboner Megh Gulo". This new song features and is sung by Mezba Rahman, Saif Zohan. The music is composed of R Joy and lyrics are penned by Ashraf Babu.
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে,
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে,
জমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে,
শ্রাবনের মেঘ গুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে।
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ..
Sraboner Megh Gulo Song Credit:
- Song : Sraboner Megh Gulo
- Singers : Mezba Rahman, Saif Zohan
- Lyrics : Ashraf Babu
- Music : R Joy
- Music Label : Different Touch
Sraboner Megh Gulo Song Lyrics:
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশেঅঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।
কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে,
জানালার পাশে চাঁপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে।
দূর অজানায় চায় হারাতে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে,
জমেছে হাঁসের জলকেলী
পথিকের পায়ে হাঁটা থেমেছে।
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে,
শ্রাবনের মেঘ গুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে।
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ..
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন