Home
/
বাংলা গান লিরিক্স
/
Mahtim Shakib
/
Snahashish Ghosh
/
/
Tomay Koto Valobashi Lyrics, Mahtim Shakib
Mahtim Shakib and Soundtek present "Tomay Koto Valobashi". This new song features and is sung by Mahtim Shakib. The music is composed of Sheikh Mohammad Razoan and lyrics are penned by Snahashish Ghosh.
Tomay Koto Valobashi Song Credit:
- Song : Tomay Koto Valobashi
- Drama : Fill In The Gaps
- Singer : Mahtim Shakib
- Lyrics : Snahashish Ghosh
- Tune & Music : Sheikh Mohammad Razoan
- Story : Mahmud Mahin
- Label : Soundtek
Tomay Koto Valobashi Song Lyrics:
মুখরিত আড্ডা আমার
প্রসঙ্গটা তুমি,
কথায় কথায় লিখছি গান
আর উর্বর সুরের ভুমি।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
তোমায় নিয়ে দু'চোখ জুড়ে
স্বপ্নের চলাচল,
তোমায় পেতে মনের দেশে
ইচ্ছের কোলাহল।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
দুচোখ তোমার জানিনা কি
বার্তা দিয়ে যায়,
আমার মতো আমি তোমায়
ভালোবেসে যাই।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।
মুখরিত আড্ডা আমার
প্রসঙ্গটা তুমি,
কথায় কথায় লিখছি গান
আর উর্বর সুরের ভুমি।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
প্রসঙ্গটা তুমি,
কথায় কথায় লিখছি গান
আর উর্বর সুরের ভুমি।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
স্বপ্নের চলাচল,
তোমায় পেতে মনের দেশে
ইচ্ছের কোলাহল।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
দুচোখ তোমার জানিনা কি
বার্তা দিয়ে যায়,
আমার মতো আমি তোমায়
ভালোবেসে যাই।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।
প্রসঙ্গটা তুমি,
কথায় কথায় লিখছি গান
আর উর্বর সুরের ভুমি।
তুমি বাঁচার কেন্দ্রবিন্দু
ভালো থাকার মানে,
তোমায় কত ভালোবাসি
বন্ধুরা সব জানে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন