Gola Charo Protibade Song Credit:
- Song : Gola Charo Protibade
- Singer : Srikanta Acharya, Lopamudra Mitra, Rupankar Bagchi & Anwesha Dattagupta
- Backing Vocals : Shamik Sinha, Saurasanta,
- Disha Sinha & Torsha Kundu
- Lyrics : Sourish Bandopadhay
- Music : Shamik Sinha
- Arrangement : Vishal Iyer
- Label : Times Music Bangla
Gola Charo Protibade Song Lyrics:
জীবনের শেষে শান্তীর বাণীমুক্তির কথা বলছে,
তোমার পাঁজরে জমা যন্ত্রনা
হাহাকার করে মরছে।
সকালে বিকেলে, কাগজে খবরে
চোখ শুধু তুমি রাখছো,
প্রতিবাদে জমা শব্দ মলাট
জ্যান্ত কবর দিচ্ছ।
তুমি ভীতু আজ ..
মুক্তির কথা বলছে,
তোমার পাঁজরে জমা যন্ত্রনা
হাহাকার করে মরছে।
সকালে বিকেলে, কাগজে খবরে
চোখ শুধু তুমি রাখছো,
প্রতিবাদে জমা শব্দ মলাট
জ্যান্ত কবর দিচ্ছ।
বন্দে মাতরম, বন্দে মাতরম।।
তুমি ভীতু আজ থলিতে জমিয়ে
দিনযাপনের কান্না,
মিছিলে হাঁটো স্বপ্ন চোখেতে
স্বপ্নের চিতা আর না,
তোমার কথারা দেয়ালে লিপিতে
ফিকে হয়ে রং বদলায়,
দিনবদলের দিনেকের খেলা
বছরে বছরে পাল্টায়।
বন্দে বন্দে মাতরম মাতরম।।
পরাধীন হয়ে থেকেছো,
মিথ্যে কথার বান্ডিলে জমা
ইতিহাস ভুল ভেবেছো,
তোমার আগুনে পুড়ে গেছো তুমি
প্রজন্মরাও পুড়েছে,
অনাহারে চাষী ফাঁসির দড়িতে
টিপসই জমা রেখেছে।
বন্দে মাতরম, বন্দে মাতরম।।
ওঠো জেগে আজ ঘরেতে মিছিলে
গলা ছাড়ো প্রতিবাদে,
প্রহসনী-রাজ আর কত কাল
ভারতবর্ষ কাঁদে, ভারতবর্ষ কাঁদে,
ভারতবর্ষ কাঁদে ..
Jiboner shese shantir baani
Muktir kotha bolche
TOmar panjore joma jontrona
Hahakar kore morche
Sokale bikele kagoje khobore
Chokh shudhu tumi rakhcho
Protibaade joma shobdo molat
Jyanto kobor diccho