যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

Radha Lyrics - Rahul Dutta

Radha Lyrics - Rahul Dutta, রাধা তুমি সবেতেই আছো শুধু ভাগ্যে নেই আমার, শ্যামের বাঁশি রাতের কালোয়
Rahul Dutta and Rahul Official present "Radha". This new song features and is sung by Rahul Dutta. The music is composed of Supratip Bhattacharya and lyrics are penned by Supratip Bhattacharya.

Radha Song Credit:

  • Song : Radha
  • Singer : Rahul Dutta
  • Tune & Lyrics : Supratip Bhattacharya
  • Music production : Atishay Jain
  • DOP : Krishnendu Roy
  • D.I & Edit : Gaurav Gupta
  • Recorded at JMR Studio
  • Label : Rahul Official

Radha Song Lyrics:

রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজাড়।

আমি অকারনে তোমার খোঁজে
জ্বলে পুড়ে যাই,
ভালোবাসার ব্যাকরণে কারনের নেই ঠাঁই।
কানুর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রাই
প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই।
রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজাড়।।

আমার মতো কে আর সুখী
বলো সবার চেয়ে,
হলাম তোমার মনের রাজা
তোমাকেই না পেয়ে।

হয়তো অনেক সুখেই আছো
তুমি আয়ান ঘরে,
প্রতি রাতে খোঁজে কানু
তোমায় বাঁশির সুরে।
কানুর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রাই।
প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই।
কানুর মনের সুরে কলঙ্কিনী বিনোদিনী রাই
প্রেমের স্রোতে একলা ভেসে এবার তবে যাই।

রাধা তুমি সবেতেই আছো
শুধু ভাগ্যে নেই আমার,
শ্যামের বাঁশি রাতের কালোয়
তাই হল উজাড়।।

রাধা তুমি সবেতেই আছো লিরিক্স - রাহুল দত্ত :
Radha tumi sobetei acho
Shudhu bhagge nei amar
Shyam er banshi raater kaloy
Tai holo ujar
Ami okarone tomar khoje
Jwole pure jai
Valobashar byakorone karoner nei thai
Kanur moner sure kolonkini binodini rai
Premer srote ekla vese ebar tobe jai
Amar moro ke aar sukhi bolo sobar cheye
Holam tomar moner raja tomakei na peye
Hoyto onek sukhei acho tumi ayan ghore
Proti raate khoje kanu tomay bashir sure

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
Site is Blocked
Sorry! This site is not available in your country.
×