Ebar Nabin Mantre Lyrics Durga Puja Nazrul Geeti:
Ebar Nabin Mantre Song Cedits:
- Song : Ebar Nabin Mantre
- Singer : Amrita Chaterjee
- Lyricist : Kazi Nazrul Islam
- Music : Upali Chattopadhyay
Ebar Nabin Mantre Song Lyrics:
এবার নবীন মন্ত্রে হবেজননী তোর উদ্বোধন,
নিত্যা হয়ে রইবি ঘরে
নিত্যা হয়ে রইবি ঘরে
হবে না তোর বিসর্জন,
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন।।
সেই হবে তোর পূজা-বেদী
মা তোর পীঠস্থান।
সেথা শক্তি দিয়ে, ভক্তি দিয়ে
শক্তি দিয়ে, ভক্তি দিয়ে
পাতবো মা তোর সিংহাসন।
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন।।
সেথা রইবে নাকো ছোঁয়াছুঁয়ি
উচ্চ নীচের ভেদ,
সবাই মিলে উচ্চারিব মাতৃ নামের বেদ।
Your browser doesn’t support HTML5 audio
ভাঙবো দেয়াল, ভুলব হানাহানি,
মোরা এক জননীর সন্তান সব জানি
ভাঙবো দেয়াল, ভুলব হানাহানি,
দীন-দরিদ্র রইবে না কেউ
মা গো দীন-দরিদ্র রইবে না কেউ
সমান হবে সর্বজন,
বিশ্ব হবে মহাভারত,
নিত্য প্রেমের বৃন্দাবন।
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন,
নিত্যা হয়ে রইবি ঘরে
হবে না তোর বিসর্জন,
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন।।