Manush Er Daam Koto Song by Tasrif Khan
Manush Er Daam Koto Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Morche Moruk Cholche Choluk SOng Lyrics In Bengali Written by Tanbhir Siddiki.Manush Er Daam Koto Song Credits:
- Song : Manus Er Daam Koto
- Tune & Vocal : K.m Tasreef Siddiqui(Tasrif khan)
- Lyrics : km Tanbhir Siddiki
- Band Name : Kureghor
Manush Er Daam Koto Song Lyrics:
মরছে মরুক, চলছে চলুকএতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?
কিংবা পথের কুলি !
মানুষ মেরেছ, মানুষ মরেছে
কেন কিসে যাও ভুলি?
যখন তোমার মৃত্যু সামনে
চুপ করে থেকো যেন,
মানুষই তো এসে মারবে মানুষ
বাড়াবাড়ি নয় কোন।
মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?
আমি তৈরি, তুমি তৈরি তো?
প্রস্তুতি নিয়ে রাখো,
হঠাৎ তোমার পথে থামিয়ে
সময় তো দিবে নাকো!!
মানুষ মরছে, মানুষ ই মেরেছে
মানুষের হবে সাজা,
সে সাজা ও নাকি মানুষ ই দেবে
ভেবে দেখো কত মজ!!
মানুষ এসে যদি মেরে ফেলে
হইচই করা মানা,
মানুষের জেন ঘুম না ভাঙ্গে
খেয়াল রেখো ষোলো আনা!
চুপ করে থেকো যেন,
মানুষই তো এসে মারবে মানুষ
বাড়াবাড়ি নয় কোন।
মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত?
মানুষের হাতে মানুষ মরছে
সিরিয়া, ফিলিস্থিনে!
লিবিয়া, ইউ এস, কাশ্মীর আর
ইথোপিয়া, গন চিনে।
অবাক হচ্ছ? আরে বোকা নাকি?
এটাই নিয়ম তাই,
মানুষই এসে মারবে মানুষ
বাড়াবাড়ি কিসে ভাই??
ভয়ে কুকড়ানো কষ্ট আবেগ ?
কান্না আসলে আসুক!
আমার লাস টা মাটি না পেয়ে
মাঝ দরিয়াতে ভাসুক।
যখন তোমার মৃত্যু সামনে
চুপ করে থেকো যেন,
মানুষই তো এসে মারবে মানুষ
বাড়াবাড়ি নয় কোন।
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?
Manush Er Daam Koto Lyrics In English:
Morche moruk cholche cholukEto keno loke bolche
Manuser jaan ki ba eto daam
Kar matha betha cholche
Ajob bepar kotha noy aar
Mrittu toh khubi sotto
Manushi toh bhai more geche tai
Keno eto je birokto