যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

Manush Er Daam Koto Lyrics - Tasrif Khan

Manush Er Daam Koto Lyrics (মানুষের দাম কত) Tasrif Khan | Kureghor Band, মরছে মরুক, চলছে চলুক

Manush Er Daam Koto Song by Tasrif Khan

Manush Er Daam Koto Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Morche Moruk Cholche Choluk SOng Lyrics In Bengali Written by Tanbhir Siddiki.

Manush Er Daam Koto Song Credits:

Manush Er Daam Koto Song Lyrics:

মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?
পুলিশ কিংবা, মেজর সিনহা
কিংবা পথের কুলি !
মানুষ মেরেছ, মানুষ মরেছে
কেন কিসে যাও ভুলি?

যখন তোমার মৃত্যু সামনে
চুপ করে থেকো যেন,
মানুষই তো এসে মারবে মানুষ
বাড়াবাড়ি নয় কোন।

মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?

আমি তৈরি, তুমি তৈরি তো?
প্রস্তুতি নিয়ে রাখো,
হঠাৎ তোমার পথে থামিয়ে
সময় তো দিবে নাকো!!

মানুষ  মরছে,  মানুষ ই মেরেছে
মানুষের হবে সাজা,
সে সাজা ও নাকি মানুষ ই দেবে
ভেবে দেখো কত মজ!!

মানুষ এসে যদি মেরে ফেলে
হইচই করা মানা,
মানুষের জেন ঘুম না ভাঙ্গে
খেয়াল রেখো ষোলো আনা!
যখন তোমার মৃত্যু সামনে
চুপ করে থেকো যেন,
মানুষই তো এসে মারবে মানুষ
বাড়াবাড়ি নয় কোন।

মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত?

মানুষের হাতে মানুষ মরছে
সিরিয়া, ফিলিস্থিনে!
লিবিয়া, ইউ এস, কাশ্মীর আর
ইথোপিয়া, গন চিনে।

অবাক হচ্ছ? আরে বোকা নাকি?
এটাই নিয়ম তাই,
মানুষই এসে মারবে মানুষ
বাড়াবাড়ি কিসে ভাই??

ভয়ে কুকড়ানো কষ্ট আবেগ ?
কান্না আসলে আসুক!
আমার লাস টা মাটি না পেয়ে
মাঝ দরিয়াতে ভাসুক।

যখন তোমার মৃত্যু সামনে
চুপ করে থেকো যেন,
মানুষই তো এসে মারবে মানুষ
বাড়াবাড়ি নয় কোন।
মরছে মরুক, চলছে চলুক
এতো কেন লোকে বলছে?
মানুষের জান, কি বা এতো দাম
কার মাথা ব্যাথা চলছে ?
আজব ব্যাপার, কথা নয় আর,
মৃত্যু তো খুবই সত্য!
মানুষই তো ভাই, মরে গেছে তাই
কেন এতো যে বিরক্ত ?
Manush Er Daam Koto Lyrics In English:
Morche moruk cholche choluk
Eto keno loke bolche
Manuser jaan ki ba eto daam
Kar matha betha cholche
Ajob bepar kotha noy aar
Mrittu toh khubi sotto
Manushi toh bhai more geche tai
Keno eto je birokto

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
×