Vetorta Jalay Gela Lyrics Samz Vai

MOHAN SADHUKHAN
0

Vetorta Jalay Gela Song Is Sung by Samz Vai. Starring: Tarek Tanz And Kashfia Munni. Music Composed by Tanzil Hasan And Amar Bhetorta Jwalay Gela Lyrics In Bengali Written by Samz Vai.

Vetorta Jalay Gela Song Credits: 

  • Song: Vetorta Jalay Gela
  • Vocal, Tune & Lyrics: Samz Vai
  • Music: Tanzil Hasan
  • Story & Directed by Eagle Team
  • DOP: Polin Zahid
  • Edit & Color: Bappi
  • Label: Eagle Music

Vetorta Jalay Gela Song Lyrics:

তুমি নামে কেউ ডাকে না
তুমি নামে কেউ আসে না,
তুমি নামে কেউ ডাকে না
তুমি নামে চিঠি আসে না। 

এখনতো মাঝ রাতে ঘুমের ঘোরে 
আমিও তো চমকে যাই,
এক গ্লাস সপ্ন ভাঙ্গা হাতে নিয়ে 
আমি ডুব জলে সাঁতরে বেড়াই। 

আমার ভেতরটা জ্বালায় গেলা  
মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম 
তুমি বন্ধু ভালো না। 
কলিজাতেও দাগ লাগাইলাম  
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা 
আমার তোমার নেশাই কাটে না।। 

আমার এত স্বাদের জীবন এখন 
আঁধারো অতলে,
যে স্বপ্ন আমি সাজাইছি  
এখন কার দখলে? 

কাটছে প্রহর, ব্যাথ্যার নগর 
ডাকছে যে আমারে, 
তুমি ছাড়া মনের অসুখ  
কে সারাইতে পারে? 

আমার ভেতরটা জ্বালায় গেলা  
মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম 
তুমি বন্ধু ভালো না। 
কলিজাতেও দাগ লাগাইলাম  
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা 
আমার তোমার নেশাই কাটে না।। 

যা আছে সব দিলাম তোমায় 
আর ছিলোনা বাকি, 
তবুও ক্যান মায়া লাগাইয়া 
দিলা আমায় ফাঁকি?

শত ভিড়ে তোর আদোরে 
গন্ধ মাখিয়া,
যায় চলে যায় দিন কি করে 
দেখনা আসিয়া। 

আমার ভেতরটা জ্বালায় গেলা  
মনতো তুমি দিলানা,
তোমার প্রেমে পইড়া সব হারাইলাম 
তুমি বন্ধু ভালো না। 
কলিজাতেও দাগ লাগাইলাম  
তবু তোমায় ভুলি না,
কতজনের কত নেশা 
আমার তোমার নেশাই কাটে না।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top