Tomari Toh Kache Lyrics:
Tomari Toh Kache Song Is Sung by Anindya Chatterjee from Prem Tame Bengali Movie. Starring: Starring: Soumya Mukherjee, Susmita Chakraborty, And Sweta Mishra. Music Composed by And Tomar E Toh Kachhe Lyrics In Bengali Written by Prasen. Song Mixing And Mastering by Subhadeep Mitra.
Tomari Toh Kache Lyrics Credits:
- Song: Tomar E Toh Kachhe
- Movie: Prem Tame
- Singer: Anindya Chatterjee
- Music & Lyrics: Prasen
- Music Produced & designed by Subhadeep Mitra
- Direction: Anindya Chattopadhyay
- DOP: Subhankar Bhar
- Editor : Arghakamal Mitra
- Label: SVF
Tomari Toh Kache Song Lyrics:
তোমারই তো কাছে
মোরে বেঁচে আছে
আনাচে কানাচে বোবা মন,
কেন হায় ?
বলতে না পেরে, ব্যেথাদের কোলে
ঘুমিয়ে পড়েছি যেন রেললাইনের রাস্তায়।
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।
তোমারই তো নামে, কমে বাড়ে থামে
মনেদের গ্রামে স্পন্দন,
কেন হায় ?
ঘাসেদের মতো জোনাকি শরীরে
জ্বালিয়ে নিয়েছি যেন মন কেমনের অবেলায়।
ঠিক তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি ঠিক
তখনি বুঝেছি, তোমাকে খুঁজেছি
নরম নরম পাশের বালিশের মতো,
জেনে বুঝে নিয়ে, ফিরে ফিরে এসো
ঠিকানা পাঠানো আছে
হাসিদের ভাঁজে ভাঁজে তাই।