Home
/
বাংলা গান লিরিক্স
/
Rupankar Bagchi
/
Sayan Banerjee
/
/
Amar Moner Gobhire Lyrics | Rupankar Bagchi
Amar Moner Gobhire Lyrics by Rupankar Bagchi :
Amar Moner Gobhire Song Is Sung by Rupankar Bagchi. Featuring: Suman And Rimi. Music Composed by And Song Lyrics In Bengali Written by Sayan Banerjee.
Amar Moner Gobhire Song Credits:
Singer : Rupankar Bagchi
Lyrics & Composition: Sayan Banerjee
Guitar designing & Music production by Dabbu
Music arrangement: Bijan Bhattacharya & Sudip Goswami
Vocal recording by Chaitali
Bass Guitar: Sayan Banerjee
Cinematography & Direction: Subhadip
Edited by : Hiranmay Biswas
Amar Moner Gobhire Song Lyrics:
আমার মনের গভীরে
ডুব দিয়ে দেখ,
শুধু আছিস তুই, আর আছি আমি।
তোর প্রেমের শহরে
আমি বলছি বেঘোরে,
আমার তুই টা, বড্ড বেশি দামী।।
স্বপ্নে, তোর আনাগোনা
তোকে নিয়ে যত প্রেমের জালবোনা,
স্বপ্নে, তোর আনাগোনা
তোকে নিয়ে যত প্রেমের জালবোনা,
তোর হাতটা ধরে প্রেমের পারে
পাড়ি দিতে চাই,
তোকে সঙ্গে নিয়ে শহর জুড়ে শুধু
প্রেমেরই গান গাই।
আমার মনের গভীরে
ডুব দিয়ে দেখ,
শুধু আছিস তুই, আর আছি আমি।
তোর প্রেমের শহরে
আমি বলছি বেঘোরে,
আমার তুই টা, বড্ড বেশি দামী।।
বৃষ্টি, ভেজা বিকেলে
ভিজে যাওয়া তোর চুল আর সেই আঁচলে,
রাগে আর অনুরাগে
ভেজা ভেজা কত প্রেমের জল্পনাতে,
আর কল্পনাতে থাকছি সাথে
হচ্ছি এক দুই,
তোর প্রেমের ঝড়ে যাচ্ছি উড়ে
সঙ্গে থাকবি তুই।
আমার মনের গভীরে
ডুব দিয়ে দেখ,
শুধু আছিস তুই, আর আছি আমি।
তোর প্রেমের শহরে
আমি বলছি বেঘোরে,
আমার তুই টা, বড্ড বেশি দামী।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন