Ami Tomar Hoye Jai Lyrics by Rehaan Rasul :
Ami Tomar Hoye Jai Song Is Sung by Rehaan Rasul from Tomar Hatti Dhore Natok Song. Starring: Apurba And Sabila Nur. Music Composed by Sajid Sarkar And Song Lyrics In Bengali Written by Kabir Bakul.
- Song : Ami Tomar Hoye Jai
- Drama: Tomar Hatti Dhore
- Singer : Rehaan Rasul
- Lyric & Tune : Kabir Bakul
- Music : Sajid Sarkar
- Direction : S R Mozumder
- Cinematography : Kamrul Islam Shubho
- Title, Edit & Color : Tanvir Tahsan
- Label : Soundtek
Ami Tomar Hoye Jai Song Lyrics:
এতো মনে মনে অমিল
এতো কথার কাটাকাটি,
তবু ইচ্ছে করে তোমার হাতটি ধরে
ভালোবাসার পথে হাঁটি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই।।
এতো শত্রু শত্রু দৃষ্টি
এতো টুকরো টুকরো খুনসুটি,
ওই চোখের মায়া মিষ্টি
ভালো লাগে কিছু ভুল ত্রুটি।
যত আসি কাছাকাছি
তত তোমায় ডুবে আছি,
আরো ইচ্ছা করে তোমার হাতটি ধরে
তোমার শ্বাসেই আমি বাঁচি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই।।
এতো সঙ্গে সঙ্গে চলছি
এতো মিষ্টি মিষ্টি কল্পনা,
এই তুমি আমার বলছি
বানানো এ কোনো গল্প না।
ঠোঁটে লেগে থাকা হাসি
দেখে ফিরে ফিরে আসি,
শুধু ইচ্ছে করে তোমার হাতটি ধরে
বলি তোমায় ভালোবাসি।
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আর খুব করে চাই, খুব করে চাই
আমি তোমার হয়ে যাই,
আমি তোমার হয়ে যাই
আমি তোমার হয়ে যাই।