Hariye Gele Kosto Pabo Lyrics by Tanjib Sarowar And Puja :
Hariye Gele Kosto Pabo Song Is Sung by Tanjib Sarowar And Puja. Starring: Tanmoy, Liana Lia, Aasib, And Others. Music Composed by Sajid Sarker And Song Lyrics In Bengali Written by Tanjib Sarowar.
- Song : Hariye Gele Kosto Pabo
- Singer : Tanjib and Puja
- Music: Sajid Sarker
- Lyric and Tune: Tanjib Sarowar
- Label: Central Music and Video [CMV]
Hariye Gele Kosto Pabo Song Lyrics:
মনে মনে খুনসুটি, আর চোখে কথা বলি
এরই নাম প্রেম।
ওমন চোখের বানী, বোঝার তো নেই বাকি
যার নাম প্রেম।
ভালোবাসি তোরে বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে।
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।
সত্যি বলছো কিনা
নাকি মিছে ছলনা
এত সংশয়,
আবেগের পৃথিবীটা
মিথ্যে স্বপ্ন দেখা
সব অভিনয়।
ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে।
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।।
ভয় লাগে ভালোবাসা
ভয় লাগে প্রেমের হাওয়া,
উড়ে যেতে চাইনা আবার।
খুঁজে নিও তোমার মতো
ভালোবেসে আপন প্রিয়,
কেউ আছে পাবে মনের মতো।
না, তোকে ছাড়া কেউ নেই
না আমি কাউকে খুঁজতে চাই বল,
কোন দ্বিধাতে তুই আনমনে ?
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।
মনে মনে খুনসুটি, আর চোখে কথা বলি
এরই নাম প্রেম।
সত্যি বলছো কিনা
নাকি মিছে ছলনা
এত সংশয়।
ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে।
হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না।
হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন