Monta Obaddho Lyrics by Mahtim Shakib :
Monta Obaddho Song Is Sung by Mahtim Shakib from ChotoBelar Prem Bengali Natok. Starring: Prottoy Heron, Mahima, And Anik. Music Composed by Shovon Roy And Song Lyrics In Bengali Written by Prosenjit Ojha.
- Song: Monta Obaddho
- Drama: ChotoBelar Prem
- Singer: Mahtim Shakib
- Lyrics: Prosenjit Ojha
- Tune: Bahauddin Rimon
- Compositions : Shovon Roy
- Direction: Mabrur Rashid Bannah
- Cinematographers: Ashik Aman, Juel
- Edit And Color: Shamim Rahman
- Production: PUnderground Creative Factory
- Label: Protune
Monta Obaddho Song Lyrics:
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।।
বায়ুবীয় প্রেম
আকাশ পাতাল সমতল,
বাস্তবতায় খাবী খায় শুধু
হারায় না তার মনোবল।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।।
কেন যে তোমার সাথে
মনের এত টান,
কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারি না তাকে কোন ভাবে ফেরাতে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন