Ronger Manush Lyrics by Samz Vai :
Ronger Manush Song Is Sung by Samz Vai. Ronger Manush Rong Bilaiya Ke Je Moja Paay Lyrics In Bengali Written by Samz Vai.
- Song: Ronger Manush
- Singer : Samz Vai
- Tune, Lyrics & Music : Samz Vai
- Video : Sajjad Sajid
Ronger Manush Song Lyrics:
আমি স্বপ্ন সাজাই যেমন তেমন
স্বপ্ন ভাঙ্গা দায়,
আমার এক পা চলে সামনে তিন পা
পিছনে দৌড়ায়,
কেউবা নাটক করে মিছেমিছি
চোখে জল গড়ায়,
কেউ পাগল হইয়া নেশার ঘোরে প্রেম
শোকে ছটফটায়।
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়,
আমার হাসতে বারন বুক চাপিয়া
কান্না বড় দায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি জানি সুখ পায়, হায় রে
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়।।
কেউবা নির্যাতনের শিকারী হইয়া
সুখের ঢেকুর তুলে,
কারো মুখের খাবার কাড়িয়া
কারো চুলায় আগুন জ্বলে।
যে পারে তার মনটা নিয়া
খেলিয়া বেড়ায়,
আমার জীবন রইলো রঙের হিসাবের খাতায়।
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়, হায় রে
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি জানি সুখ পায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়,
আমার হাসতে বারন বুক চাপিয়া
কান্না বড় দায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি জানি সুখ পায়, হায় রে
রঙের মানুষ রঙ বিলাইয়া
কি যে মজা পায়।।