Home
/
বাংলা গান লিরিক্স
/
Lutfor Hasan
/
Moumita Barua
/
/
Tomay Dekhbo Bole Lyrics | Lutfor Hasan | Moumita
Tomay Dekhbo Bole Lyrics by Lutfor Hasan And Moumita :
Tomay Dekhbo Bole Song Is Sung by Lutfor Hasan And Moumita Barua. Music Composed by Amzad Hossain And Song Lyrics In Bengali Written by Lutfor Hasan.
Tomay Dekhbo Bole Song Credits:
Song : Tomay Dekhbo Bole
Singer : Lutfor Hasan & Moumita Barua
Lyrics & Tune: Lutfor Hasan
Music: Amzad Hossain
Production: DMS Team
Label: Dhruba Music Station
Tomay Dekhbo Bole Song Lyrics:
আমি তোমায় দেখবো বলে
আকাশ দেখিনা বহুদিন হয়,
আমি তোমায় দেখবো বলে
আকাশ দেখিনা বহুদিন হয়,
আকাশেরও অনেক দুঃখ আছে
লুকিয়ে রাখে তা তারারও কাছে,
আকাশেরও অনেক দুঃখ আছে
লুকিয়ে রাখে তা তারারও কাছে,
তবু তারা আকাশের,
বহুদূরে রয়।
আমি তোমায় দেখবো বলে
আকাশ দেখিনা বহুদিন হয়।।
স্বর্ণালী সন্ধ্যা দেখিনি আমি
বিকেল বিকেল তুমি আসোনি বলে,
রাতেরও সুন্দর দেখিনি আমি
অন্ধকারে তুমি গিয়েছো চলে।
আমারও এমন কত আছে বেদনা
জানোনা তুমি কিছু জানোনা,
আমারও এমন কত আছে বেদনা
জানোনা তুমি কিছু জানোনা।
আমায় নিয়ে বলো,
কে কথা কয়।
আমি তোমায় দেখবো বলে
আকাশ দেখিনা বহুদিন হয়।।
অভিমানে অভিমানে থাকিনি আমি
তুমি চলে গেছো দূরদেশে তাই,
ভালোবাসা দুঃখ নিয়েছি মেনে
এদিকের কোথাও তুমি নাই।
আমারও এমন কত আছে বেদনা
জানোনা তুমি কিছু জানোনা,
আমারও এমন কত আছে বেদনা
জানোনা তুমি কিছু জানোনা,
আমায় নিয়ে বলো
কে কথা কয়।
আমি তোমায় দেখবো বলে
আকাশ দেখিনা বহুদিন হয়।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন