Home
/
বাংলা গান লিরিক্স
/
Habib Wahid
/
Mir Shariful Karim Srabon
/
Sithi Saha
/
/
Urey Jarey Munia Lyrics | Habib Wahid | Sithi Saha
Urey Jarey Munia Lyrics by Habib Wahid And Sithi Saha :
Urey Jarey Munia Song Is Sung by Habib Wahid And Sithi Saha. Music Composed by Habib Wahid And Ure Jare Munia Lyrics In Bengali Written by Mir Shariful Karim Srabon.
- Song: Urey Jarey Munia
- Singer : Habib Wahid & Sithi Saha
- Tune & Music : Habib Wahid
- Lyrics : Mir Shariful Karim Srabon
- Direction : Mir Shariful Karim Srabon
- Cinematographer : Saqueeb Niloy
- Editor : Rahat Bappi
- Art Director : Tamanna Tasmeem
- Production Controller : Hridoy
Urey Jarey Munia Song Lyrics:
উড়ে যারে মুনিয়া
তারে গিয়ে বল না,
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না।
হায় এ ভুবন ভুলিয়া
শুধু তার পানে চাহিয়া,
দিন কাটে না।
যায় দিনমান ফুরিয়া
মন কেন হায় মানে না,
তুমি আসো না।
উড়ে যারে মুনিয়া
তারে গিয়ে বল না,
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না।।
তোর এলোচুল যে ওড়ে
নোনা হাওয়ার পরে,
তোর হাসির ঝিলিক ভাসে
সূর্য যেথায় হাসে।
ও প্রিয়া ..
মন আমার ঢেউয়েতে ভেসে যায়,
তোর নুপুর যেখানে ছুঁয়ে যায়।
ঢেউ এসে বাজালো নুপুর
কে ছুঁলো আমার এলোচুল,
কাছে এসে বার বার ক্ষণে ক্ষণে
তুমি আবার হারাও।
হায় এ ভুবন ভুলিয়া
শুধু তার পানে চাহিয়া,
দিন কাটে না।
যায় দিনমান ফুরিয়া
মন কেন হায় মানে না,
তুমি আসো না।
উড়ে যারে মুনিয়া
তারে গিয়ে বল না,
ওরে মন রসিয়া
একা ভালো লাগে না।।
উড়ে যারে মুনিয়া ....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন