Ahoto Swabhumi Lyrics (আহত স্বভূমি) Rishi Panda - দিগন্ত কবিপক্ষ - Diganta Kobipakho
Merry Christmas Wishing 2024.. Go Now!

Ahoto Swabhumi Lyrics (আহত স্বভূমি) Rishi Panda

Aagune fagune jwole purche din Chithite futeche koto ongikar Ogochalo nibhu

Ahoto Swabhumi Lyrics by Rishi Panda :

Ahoto Swabhumi Song Is Sung by Rishi Panda. Song Lyrics In Bengali Written by Shreyam Acharya.

Ahoto Swabhumi Song Lyrics In Bengali :

আগুনে ফাগুনে জ্বলে পুড়ছে দিন 
চিঠিতে ফুটেছে কত অঙ্গীকার,
অগোছালো নিভু আলো ছন্দহীন 
কবিতা ফিরিয়েছে সে প্রতিবার। 

জ্বলে বাঁচে মাঝি, নিপাত যেতে রাজি 
বৃথা এ জীবন বিনা কলকল্লোলে,
তবু ভাবি মনে লেনিন-এ বা লালনে 
শান্তি কোথায় মেলে কোন সে আঁচলে। 

হতে পারো যদি, বরফ গলা নদী
পাথরেই সুখ লোকায়,
আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে 
নীরবের গান শোনায়।। 

মাটিতে গভীর হলো প্রেম শিকড় 
বিপ্লব গুলিতে না চুম্বনে,
সরকার লেখে কত মাথার দর 
লড়াই স্বার্থ খোঁজে যৌবনে। 

জেহাদের দাবি, সবই কি মায়াবী 
অন্ধ কে শুধু দিয়েছে অন্ধকার,
পিছুটানে তুমি, আহত স্বভূমি 
আর্তনাদে কড়া নাড়ে রুদ্ধদ্বার। 

জোনাকি যে মরে, জন্মান্তরে 
আলো জ্বেলে প্রেম চেনায়,
স্তব্ধ বাতাসে, নীরব পাতা সে 
শ্বাস চলে ধার দেনায়।। 

ছুটে চলে এ সময় 
দুঃসাহসের ভয়,
থামতে হয়..

সবই ছিল তবে ভুল 
ট্রিগার ছুঁয়েছে আঙুল,
আর নিলো গিলে 
মৃত্যুমিছিল লাল রং ..

হতে পারো যদি, বরফ গলা নদী
পাথরেই সুখ লোকায়,
আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে 
নীরবের গান শোনায়। 

আহত স্বভূমি লিরিক্স - ঋষি পণ্ডা :
Aagune fagune jwole purche din
Chithite futeche koto ongikar
Ogochalo nibhu aalo chondoheen
Kobita firiyeche se protibar
Hote paro jodi borof gola nodi
Pathorei sukh lokay
Achomka jehade bristite se kande
Nirober gaan shonay

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.