প্লাস্টিক: মানবসভ্যতার অমর পাপ তুমি হয়তো জানো না—প্রতি মুহূর্তে তুমি একটা অদৃশ্য বিষ গ্রহণ করছ। তুমি যখন গভীর নিশ্বাস ফেলো, তোমার শিশুটি যখন দুধ খায় প্লাস্টিকের বোতল থেকে, কিংবা যখন গরম ভাতে তুলে নাও মোড়ক বন্দি আচারের এক ফোঁটা, তখন তোমার অজান্তেই প্লাস্টিক ঢুকছে শরীরের প্রতিটি কোষে। এই যে আমরা বসে বসে ভবিষ্যতের চিন্তা করি, এক ভালো পৃথিবীর স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বুকে ছিদ্র করে রেখেছে এই প্লাস্টিক নামের নিঃশব্দ শত্রু। ১৯০০ সালের শুরুর দিকে বিজ্ঞানীরা এমন কিছু তৈরি করলেন যা সহজে ভাঙে না, জলে গলে না, আগুনেও মিশে না, আর সময় তো যেন তার কাছে নিতান্তই পরিহাস। প্লাস্টিক—একে বলা যায় এক রকম অমর বস্তু, যার বিলুপ্তি মানে অপেক্ষা কমপক্ষে চারশো থেকে পাঁচশো বছর। মানুষের জীবনকে সহজ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছিল প্লাস্টিক। শুরুতে আমরা অবাক হইনি, আনন্দ পেয়েছি। বাহারি বোতল, খেলনা, রান্নার পাত্র, গিফট প্যাক, বাজারের ব্যাগ—সব কিছুর সমাধান হয়ে উঠেছিল এই নতুন উপাদান। কিন্তু আমরা বুঝিনি, এই সাময়িক স্বস্তির পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী যন্ত্রণা। প...