সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

|| দুপুর বেলা সঙ্গোপনে ||

দুপুর বেলা সঙ্গোপনে   বিশ্বজীৎ বণিক দুপুর বেলা সঙ্গোপনে কাব্যিক মন ছুঁতে চায় মূহুর্ত,  ক্লাসটা ইলেভেন তথাকথিত ভালোবাসার আদলে তুমি ।  যেদিন বৃষ্টি হয়ে ভিজিয়ে দিয়েছিলে  আমাকে।  সেদিন আমার প্রথম কাব্য লেখা।  তারপর থেকে ক্লেশ মিশ্রিত দিনগুলোর একমাত্র সঙ্গী ডায়রি।  দক্ষিণ পূর্ব কোনের জানালাটা আমার বড্ড প্রিয়,  ওখান থেকেই  দেখি আমি বাংলার রূপ।  তরুলতা কেমনকরে  বেয়ে চলে বাধা না মেনে?  কেমনকরে  শ্রাবনের  ধারায় পৃথিবী স্নান করে পরিস্কার হয়ে ওঠে?  কেমনকরে  রামধনু বৃষ্টির পর গগন মাঝে ।  তালগাছটি তে বাবুই কেমনে নিখুদ বাসা বুনেছে। ফড়িং খেলে কচুরিপানায়; কোকিল   গান গেয়ে চলে যায়;  কিচিরমিচির চুড়ুইর বাচ্চা গুলো ফটকের কোনে;  এসব দেখতে দেখতে ঘোর লেগে যায়-- অদ্ভুত ভালোলাগা পেয়ে বসে। অনন্ত সময় বয়ে যায়।

|| কলমের আর্তনাদ ||

কলমের আর্তনাদ  অনেক গুলো দিন তো এদিক ওদিক ব্যস্ততার মধ্যে কাটিয়ে দিলাম । কলমটা আর্তনাদ করে ওঠে ব্যাথায় প্রতি রাতে -- বুঝতে পারি -- ডায়েরি সঙ্গোপনে ডাকে প্রহরের শেষে ; অপচয় করছো ক্রমশ সময় -- কেউ যেন বলে ওঠে পৃথিবীর অতল থেকে । প্রকৃতি বারে বারে বলে অন্য কাউকে নয়; আমাদের সাথে বন্ধুত্ব করো, আমাদের ভালোবাসো। যদি পারো তবেই -- তোমার জীবন হবে , সবুজের মতো সুন্দর তোমার মন হবে আকাশের মতো মহান ' হৃদয় হবে গোলাপের মতো সুন্দর । এখন তিমির রাত আমার ঘরের উত্তর জানালার বাইরে জোনাকির ডাক আর ব্যাং এর ডাক এক হয়ে যায় । দু-একবার কুকুর ডেকে ওঠে ; ডেকে যায় পেঁচা অদূরে গাছের উপর থেকে । আমি কলমকে শান্তি দিতে ব্যস্ত ।                                         .................. বিশ্বজীৎ বণিক

|| একবার হতে চাই ||

একবার হতে চাই তোমার প্রেমের দুঃসাহসী নাবিক। হতে চাই ঠিক তুমি যা চাও, তুমি চাইলে হয়ে যাবো রজনীগন্ধা তোমার খোঁপায় ঠিক জায়গা করে নেবো। তুমি চাইলে না হয় হবো-- একলা রাতের জোনাকি। তুমি কি হবে? আমার বনলতা সেন। বদ্ধমূল আমি -- একা একা রাতের অন্ধকারে খুঁজে ফিরি । জানো তুমি এলে-- স্বপ্ন গুলো আরও রঙ্গিন হয়ে ওঠে । তুমি আমায় এত আবেগ উপহার দিয়েছো  তোমার জন্য এটুকু অনেক কম;    আমি আগাগোড়া কম কথা বলা ,  মুখচোরা ছেলে। আমার এখনো মনে আছে , ক্লাস ইলেভেন কম কথা বলার কারণে অনেক কথাই বাকি থেকে গেছে ; সেই না বলা কথা গুলো আজ গদ্যময়।                                            ..............    বিশ্বজীৎ বণিক