যোগ, ধ্যান, আয়ুর্বেদ ও সাত্ত্বিক জীবনের খোঁজে — দিগন্ত কবিপক্ষ বাংলা ভাষায় সহজ সমাধানের পথ দেখায়। আরও জানুন

৮ টি আয়ুর্বেদিক পদ্ধতিতে লম্বা হওয়ার উপায়

আয়ুর্বেদিক পদ্ধতিতে লম্বা হওয়ার উপায় | Ways to increase height in Ayurvedic method

|| আয়ুর্বেদিক পদ্ধতিতে লম্বা হওয়ার উপায় ||

Ways to increase height in Ayurvedic method

       লম্বা হওয়ার উপায় সার্চ করে আপনি ইন্টারনেটে অসংখ্য সাইট বা ভিডিও পাবেন। কিন্তু আপনাকে বলে রাখি উচ্চতা বাড়ানো সম্পূর্নভাবে প্রাকৃতিক হয়। এটাকে অপ্রাকৃতিকভাবে আপনি কিছু করতে পারবেন না, আর না এটাকে ওষুধের সাহায্যে বাড়ানো যাবে। লম্বা হওয়ার জন্য না কোনো ওষুধ বেরিয়েছে, আর না ভবিষ্যতে কোনো ওষুধ বেরোনোর সম্ভাবনা আছে। আমাদের একটা সঠিক বয়সের পর লম্বা হওয়া বন্ধ হয়ে যায়। খুব বেশি হলে 25 বছর পর্যন্ত আপনার উচ্চতা বাড়তে পারে। এছাড়া অনেকেরই ২০ বছর বয়সের পর লম্বা হওয়া থেমে যায়। আর এরপর উচ্চতা বাড়ানোর জন্য এখনো পর্যন্ত কোন ওষুধ বের হয়নি। যে লম্বা হওয়ার কথা বলে, যে অল্প কয়েক দিনে কয়েক ইঞ্চি বাড়ানোর কথা বলে তারা কেবল ব্যক্তিগত লাভের জন্য অথবা আপনাকে বিভ্রান্ত করছে। আমরা যদি আমাদের জীবনধারায় একটু নজর রাখি, তাহলে একটু হলেও লম্বা হওয়া যেতে পারে। কিন্তু এরকম কোন ওষুধ নেই যেটা খেলে আপনি লম্বা হয়ে যাবেন।
      লম্বা হওয়ার যে বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে সেটা হল Tendon বা হাড়-কে একসাথে জুড়িয়ে দেয় এবং অন্যান্য পেশিকলা উপর কাজ শুরু করে দেয়। আর সেই গুলোকে আমরা লম্বা করতে পারি, কিন্তু খুব বেশি করা যাবে না। আর খুব একটা পরিবর্তনও বোঝা যাবে না।
      এছাড়া আপনি যদি উচ্চতা বাড়াতেই চান তাহলে শরীরচর্চা করুন এবং স্বাস্থ্যকর খাদ্য খান।এগুলো ছাড়া অনেকে লম্বা হওয়ার জন্য দোকান থেকে ওষুধ কিনে খায়, পাউডার খায়। কিন্তু এগুলো কোন কাজে দেয় না, বরঞ্চ এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়।

      কিন্তু শরীরকে লম্বা এবং চওড়া বানানোর জন্য কিছু প্রাকৃতিক উপায় আছে, যেগুলো ব্যবহার করে আপনার উচ্চতা কিছু ইঞ্চি বাড়তে পারে।কয়েকজনের লম্বা না হওয়ার কারণ বংশগত বা জেনেটিক প্রবলেম হয়ে থাকে। যদি তার মা-বাবা অথবা যার উপর তার শরীরের কাঠামো গেছে, তার উচ্চতা যদি কম হয় তাহলে কোনো কিছুর সাহায্যেই  উচ্চতা বাড়ানো যাবে না।

আমাদের জীবনধারায় কি কি পরিবর্তন করলে লম্বা হওয়ার সম্ভাবনা থাকে :-


  1. সেই খাবার খাওয়া শুরু করুন যেগুলোতে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন থাকে। এছাড়া প্রচুর পরিমাণে সবজি এবং ফল খেতে থাকুন যাতে আপনার শরীরের কাঠামো বৃদ্ধি পায়।
  2. শরীরে গ্রোথ হরমোন বাড়ানোর জন্য দিনে তিনবার ছাড়াও ছয়বার অল্প অল্প করে ভোজন করা উচিত। উচ্চতা বাড়ানোর জন্য বেশি অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, এতে উচ্চতা বাড়ার জায়গায় থেমে যেতে পারে।
  3. সঠিক ভাবে ঘুমানো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লম্বা হওয়ার জন্য। কেননা শোয়ার সময় আপনার মাংসপেশি এবং শরীর ছাড়তে থাকে,তাই ঠিক ভাবে ঘুমানো লম্বা হওয়ার জন্য জরুরি।
  4. আপনার ঘাড় এবং মাথা সব সময় সোজা রাখুন। যদি আপনি সব সময় মাথা নীচু করে রাখেন তাহলে আপনার স্পাইনাল কর্ড বেঁকে যাবে যার ফলে আপনার শরীর দেখতে আরো ছোট লাগবে। 
  5. আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করুন, কারণ ওজন কম হয়ে গেলে আপনার উচ্চতা ঠিকভাবে বাড়বেনা।
  6. কম বয়সে জিম যাওয়া উচিত না। যদি আপনার বয়স ১৮ বছরের নিচে হয়, তাহলে জিম করলে আপনার উচ্চতা থেমে যেতে পারে।
  7. প্রচুর পরিমাণে জল এবং দুধ খাবেন এগুলো ছাড়া ডিম, মাংস এবং মাছ খাওয়া আবশ্যক লম্বা হওয়ার জন্য।
  8. এছাড়া নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা জরুরি উচ্চতা বাড়ানোর জন্য।

          এই ছিল কিছু পরামর্শ যেগুলো আপনি প্রতিদিন নিয়মিত পালন করলে আপনার উচ্চতা বাড়তে পারে।

Getting Info...

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
আমরা লক্ষ্য করেছি যে, আপনি আপনার ব্রাউজারে বিজ্ঞাপন-ব্লকার ব্যবহার করছেন।
এই ওয়েবসাইট পরিচালনার খরচ বিজ্ঞাপন থেকেই আসে।
অনুরোধ করছি, আপনার বিজ্ঞাপন-ব্লকারে আমাদের সাইটটি whitelist করে দিন।
×