সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Bhalobasha Lyrics | Imran | Liza

Bhalobasha Lyrics | Imran | Liza | Afran Nisho, Tanjin Tisha | Bangla New Song 2020 | Ekbar Bolo Bhalobashi ভালোবাসা কি ঘুম ভেঙে উঠে তোমার পথেতে হাঁটা, ভালোবাসা কি তার গোলাপে আমার জন্য কাঁটা। ভালোবাসা কি শত অভিযোগ তোমার নামে যা ঢালি, ভালোবাসা কি জেগে থাকা রাত চোখের নীচেতে কালি। ভালোবাসা কি নদীর মতো ভেসে যাই সেই জলে, আজও বুঝিনি ভালোবাসা কী ভালোবাসা কাকে বলে। ভালোবাসা কি বুঝতে শেখায় অবুঝ থাকার দিনে, ভালোবাসা কি যৌথ খামার তোমার আমার ঋণে। ভালোবাসা কি অভিমানী মেঘ তোমার আমার অঞ্চলে, আজও বুঝিনি ভালোবাসা কি ভালোবাসা কাকেই বলে। ভালোবাসা কী পাহাড়ের বুকে নাম না জানা ফুল কোনো, ভালোবাসা কি আমার চেয়েও অন্য কাউকে শোনো। ভালোবাসা কি সন্ধ্যা তারা নিভে গেলো কৌশলে, আজও বুঝিনি ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে। ভালোবাসা কী ঘুম ভেঙে উঠে তোমার পথেতে হাঁটা, ভালোবাসা কী তার গোলাপে আমার জন্য কাঁটা। ভালোবাসা কী শত অভিযোগ তোমার নামে যা ঢালি, ভালোবাসা কী জেগে থাকা রাত চোখের নিচেতে কালি। ভালোবাসা কী নদীর মতো ভেসে যাই সেই জলে, আজও বুঝিনি ভালোবাসা কী ভালোব...

KISS ME close your eyes Lyrics | dairy milk song lyrics

KISS ME close your eyes Lyrics   ALL CADBURY DAIRY MILK Songs & Ads This video conceptualized by Ogilvy & Mather in collaboration with Balancing Act showcases a rendition of the Silk Jingle by Bollywood singer Armaan Malik and YouTube star Shirley Setia. Lyrics Credits: Song: KISS ME close your eyes Singer:  Armaan Malik ,  Shirley Setia . Conceptualized by Ogilvy & Mather Kiss Me - Dairy Milk  Song Lyrics : Kiss Me, Close Your Eyes Miss Me, Close Your Eyes And Kiss Me, I Can Read Your Lips On Your Fingertips I Can Feel Your Smile Come On My Lips And Happiness In Your Eyes Kiss Me, Close Your Eyes Kiss Me, Close Your Eyes Miss Me, Close Your Eyes And Kiss Me, I Can Read Your Lips On Your Fingertips I Can Feel Your Smile Come On My Lips And Happiness In Your Eyes Kiss Me, Close Your Eyes Kiss Me, Close Your Eyes Miss Me, Close Your Eyes And Kiss Me, I Can Read Your Lips On Your Fingertips I Can Feel Your ...

BAAP BAAP HOTA HAI LYRICS | RAP | BCS Ragasur

BAAP BAAP HOTA HAI LYRICS | RAP | BCS Ragasur hay yo lelo lelo mera muh me Hukkum ka ikka ho ya khota wala sikka duniya tere mein aur maathe ka tu teeka jaise bhi andaaza le le, raja ya maharaaja ho le bhauke chahe pitbull tera pika pika pika garmi se barsaat jae raat se prabhaat aae maut se hayaat ye samrat se khairaat aae ud le beta jitna chahe sab ka sab fizul par kabool kar le duniya ka ye such Baab Baap hota hai beta beta Baab Baap hota hai beta beta tu hoga koi gunda ya neta Baab Baap hota hai beta beta Baab Baap hota hai beta beta Baab Baap hota hai beta beta tu hoga sher ya cheetah Baab Baap hota hai beta beta. Nunnu tera chota sa tha aaloo jaisa muh aur harkat aisi chaddi mein hi karta the susu Tera baap tera peechhe tha bey khwab tere seenche tha bey chutiya jab bhi banta tha tu kaan tere kheenche tha bey sutta pile ganja pile ya pile daru teri laila haogi heer hogi yaa hogi paro sale yaad kar bete tere baap ka paseena tune chadarmodi...

Phirbe Ghore Meye Amar Lyrics | Bengali Rap | Pratik

Phirbe Ghore Meye Amar Lyrics | Bengali Rap | Pratik | Krish Bose | The Bong Studio Originals নারী মানে স্ত্রী নারী মানে মা নারী মানে আমাদের বোন তাই তাদের স্থান সবার আগে আর তাদের সাথে অনাচার হলে নিজেকেই পুরুষ বলতে লজ্জা করে। শোনো আজ যেটা হকাবরে দেখছো সেটা তোমার সাথেও হতেপারে তোমার মা বোন অথবা দিদি হতেপারে জেগে ওঠো নিজেকেও ধর্ষিতা হওয়ার আগে নাহলে জানোয়ারে দাঁতে ছুরি ও খেতে পারে মানুষ নয় এরা নার খাদক ধর্ষণে ধর্ষিতা বাড়ছে রোজ চোখের সামনে ঘটে তবু যারা চুপ থাকে ফেসবুকে প্রতিবাদে সব সরব বাড়ে আঘাত প্রতিবাদ করবে কে ? ব্যাস্ত খুব তাইতো চুপ সব দেখে কে পুরুষ কাপুরুষ সব এখানে নিজেরা ঘাট নিজেরই হাত নেয় ঢেকে। পোশাকেরই দোষ সব শেষে ভাজ খাজ দেখাযায় নাকি তিন চার মাসে তাবু কোনো তিন চার মাসের বাচ্চাদেরও রেপ হয় ? এসবের ও উত্তর আছে। কার কাছে? ধর্ষক রাস্তায় বুক ফোলাচ্ছে আর ধর্ষিতা লজ্জায় মুখ লোকাচ্ছে। সমাজ সচেতন কষ্ট পাচ্ছে সব কিছু জেনে বুঝে পিট্ বাঁচাচ্ছে নারী দূর্গা দুর্গতি নাশিনী পরাধীন হতে সেতো এ জগতে আসেনি কোনো ছুড়ে এসিড মুখ পুড়িয়েছো মুখটা সেতো তার স্বেচ্ছা ...

TUI CHOL LYRICS (তুই চল) | BRAHMA JANEN GOPON KOMMOTI

TUI CHOL LYRICS (তুই চল) | BRAHMA JANEN GOPON KOMMOTI | RITABHARI SOHAM | ANINDYA SOMLATA | NANDITA . TUI CHOL LYRICS: যে মেয়েটির লুকোনো তীর সঠিক তাক করেছে পন যে মেয়েটির লাগেনা ভিড় একাই হয়েযায় ১০০ জন যে মেয়েটার কথার ধার লাফিয়ে পার হিংসে ঢেউ যে মেয়েটার আমিও তার পাশে হাঁটার গোপন কেউ কথা বলবে সে কাদের ? কিছু ভুল আর্তনাদের ভাষা বোলবেকি তাদের প্রতিবাদের -- পাশে তাদের -- তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। আগামী ডাকদিল তাকে এখনই হয়েছে সময় বাতিল নিয়মের ফাঁকে আলোর হাসে নিশ্চয়। যে মেয়েটির লক্ষ স্থির ভেঙে প্রাচীর জেতার বল সে মেয়েটার তুমিও তার খুব চেনা আপনজন কথা বলবে সে কাদের ? কিছু ভুল আর্তনাদের ভাষা বোলবেকি তাদের প্রতিবাদের -- পাশে তাদের -- তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। তুই চল এগিয়ে চল নিয়ে শপথ অগ্নি জল তুই বল চেচিয়ে বল জিতে যাবার মন্ত্র বল। TUI CHOL LYRICS CREDITS: Singer: Somlata Acharyy...

Aami Aachhi Lyrics (আমি আছি) | Rupam Islam

Aami Aachhi Lyrics (আমি আছি) | Dwitiyo Purush | Rupam Islam | Anupam Roy | Srijit Mukherji | SVF . Aami Aachhi Lyrics: আমি আছি আমি আছি কোনো আড়াল করতে চাও তোমার পাকস্থলীর ভেতর আমায় খাবার করেনাও। আমি আছি আমি আছি কোনো হঠাৎ ভুলতে চাও তোমার রাত জাগা কবিতায় অন্তমিলে আমায় পাও। জানি তোমার চোখে আমার আঙ্গুল তোমার কথায় হাজারটা ভুল ধরতে আমি চাইনা ধরতে হয়। এখনো তুমি আমায় চিনতে চাওনা এখনো তোমার বাক্স ভরা ভয় এখনো তুমি অসিকারে বন্দি জানোনা তুমি নিজের পরিচয়। আমি আছি আমি আছি তোমার মোড়ের মাথায় গান তোমার খুনোখুনির গলি তোমার থেতলে যাওয়া প্রাণ। আমি আছি আমি আছি তোমার প্রতিশোধের ভুল তোমার শেষেও আমি থাকবো তোমার চিতাতে আগুন। জানি তোমার চোখে আমার আঙ্গুল তোমার কথায় হাজারটা ভুল ধরতে আমি চাইনা ধরতে হয়। এখনো তুমি আমায় চিনতে চাওনা এখনো তোমার বাক্স ভরা ভয় এখনো তুমি অসিকারে বন্দি জানোনা তুমি নিজের পরিচয়। Aami Aachhi song Credits: Singer: Rupam Islam Music & Lyrics: @Anupam Roy Arrangement and Guitar: Anupam Roy Drums: Sandipan Parial Bass: Kaustav...

Maay Bhavani Lyrics | Tanhaji | Shreya

Maay Bhavani Lyrics | Tanhaji: The Unsung Warrior | Ajay, Kajol | Sukhwinder S, Shreya G . Sa ra ra holika jale Shatru rakh mein mile Humne jab jab samshirein Taani hain maay bhavani Sa na na aandhiyan uthe Shatru jad se hi mite Humne baat yehi mann mein thaani Hai maay bhavani Hum sab mard maawade Bade khuddar hain Ab har ek din Swaraj ka tyohaar hai Ab yeh sheesh na jhukein Teri laaj hum rakhein Tere charnon ki shapath maa Jagdambe Hai maay bhavani Maay bhavani Ho dhuan dhuan gehra tha Ghana sa andhera tha Toone usmein roshni bhari Hey daan diya bhakti ka Daan diya shakti ka Toone hi to jholiyan bhari Jo bhi barson barson tarsi thi Aayi un hothon pe hansi Ambe mata teri kirpa se Mere ghar mein aayi khushi Hum chattan se date Kabhi na raah se hate Humne baat yehi mann mein thaani Hai maay bhavani Hey maay bhavani Hey maay bhavani Song - Maay Bhavani Singer - Sukhwinder Singh, Shreya Ghosal Music - Ajay - Atul Lyrics - Swanand Kir...

Tobe Lyrics | Minar Rahman

Tobe Lyrics | Minar Rahman তবে কি তুমি বদলে গিয়েছো? মেঘেদের ভাঁজে হারিয়ে গিয়েছো? বলো না, বলো না, বলো না, বলোনা, বলোনা, বলোনা, একটা কথা বলো না, আমায় একটু কাছে ডাকো না। পাখিদের দল হঠাৎ হারিয়েছে, নাটাই ছাড়া ঘুড়ি উড়ছে। শোনো না, শোনো না, শোনো না, শোনোনা, শোনোনা, শোনোনা, একটা কথা শোনো না, আমায় একটু কাছে ডাকো না। নিখিল আকাশটা জুড়ে, নিখিল আকাশটা জুড়ে, উড়ছে শুধু বেদনা, আহা উড়ছে শুধুই বেদনা। মিছিল শেষে ঘরে ফিরি নি, জোছনার বুকে কবিতা লিখি নি, জানি না, জানি না, জানি না, জানিনা, জানিনা, জানিনা, কোথায় পাবো জানি না, তোমায় কোথায় পাবো জানি না। বিলীন কোন সবুজ বাগানে, ঘাস ফুলেরা কোথায় কে জানে। পারি না, পারি না, পারি না, পারিনা, পারিনা, পারিনা, তোমায় ভুলতে পারি না, কেন তোমায় ভুলতে পারি না। নিখিল আকাশটা জুড়ে, নিখিল আকাশটা জুড়ে, উড়ছে শুধু বেদনা, আহা উড়ছে শুধুই বেদনা। নীল খামে মোড়া চিঠির আড়ালে, তোমার চোখে অশ্রু ঝরে না, ভালোবাসা হীন ধুসর দেয়ালে, তোমার বোনা স্বপ্ন হাসে না। দখিনা হাওয়া আমাকে তো আর ডাকে না, উড়ু উড়ু মন তোমাকে তো আর খোঁজে না। তবে কি তুমি ব...

Tumi Jodi Chao Lyrics | Shreya Ghoshal

Tumi Jodi Chao Lyrics | Shreya Ghoshal | Dharmajuddha | Ritam Sen . Tumi Jodi Chao Lyrics: তুমি যদি চাও, দু'হাত বাড়াই তুমি যদি চাও, নিজেকে হারাই। তুমি যদি চাও মানুষের ভিড়ে কাঁধে মাথা রাখি আদর কুড়োই। তুমি যদি চাও, দু'হাত বাড়াই তুমি যদি চাও, নিজেকে হারাই। যেমন ইচ্ছে আমাকে সাজাও এটুকু আঁধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি তোমার জন্যে, তুমি যদি চাও। Piya ghar aayo mora Piya ghar aayo mora.. যেমন ইচ্ছে আমাকে সাজাও এটুকু আঁধার আলো করে দাও, ভালোবাসা দিয়ে, ভালোবাসা বাঁধি তোমার জন্যে, তুমি যদি চাও। তুমি যদি চাও, পদ্য বানাই তুমি যদি চাও, স্বপ্ন আনাই, তুমি যদি চাও হাতে হাত রাখি পাশাপাশি হাঁটি একসাথে গাই। তুমি যদি চাও, দু'হাত বাড়াই তুমি যদি চাও, নিজেকে হারাই। Tumi Jodi Chao Song Credits: Song: Tumi Jodi Chao Movie: Dharmajuddha Singer: Shreya Ghoshal & Dev Arijit Music: Indraadip Das Gupta Lyrics: Ritam Sen Directed by: Raj Chakraborty Story: Padmanabha Dasgupta & Raj DOP: Soumik Halder Produced by: Raj ...

Poti Lyrics | KATHBIRALI | Emon | Kona

POTI | KATHBIRALI | Emon Chowdhury | Kona | Orchita Sporshia | Asaduzzaman Abir | Niamul Mukta Poti Song Lyrics: পতি লিরিক্স বা ড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। আঁখিতে পালক নাহি  মুখে নাইসে  বাণী পারেতে খাড়াইয়া কাঁন্দে উমেদা কামিনী  [?] আঁখিতে পালক নাহি  মুখে নাইসে  বাণী পারেতে খাড়াইয়া কাঁন্দে উমেদা কামিনী  [?] স্বপ্নের হাসি স্বপ্নের কান্দন নায়ান চান্দে গায় নিজের অন্তরের দুস্ক পরকে বুঝান দায়। নিজের অন্তরের দুস্ক পরকে বুঝান দায়। নিজের অন্তরের দুস্ক পরকে বুঝান দায়। বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন আমার মতো পতি। বাড়ির আগে ফুলটা রোইসে মল্লিকা মালতি জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া ...

Jee Na Paunga Lyrics | Vishal Mishra

Jee Na Paunga Lyrics | Never Kiss Your Best Friend | Vishal Mishra | Nakuul Mehta | Anya Singh | 20th Jan . Jee Na Paunga Lyrics: Ha Jarasi hai tujhe Jarasi hai mujhe sikayete kahi Jo mila hai to mujhe batadu may tujhe Duyae Un kahi Puri to thi jindegi magar najane Que Thi Thori Kami Mileho to Inteja Hai ke Jana na Tumke May kahi Jina paunga Terebin Kabhi. Jina paunga Terebin Kabhi. Jina paunga Terebin Kabhi. Har Khushi Ka Gum Mujhe Dhundti Rahi Tujhe Naho Fer Parkhatam Fasle Thi Meri Vi Khwaise Bay Waja Thi Uljhane Jo mitati rahi cahate Puri to thi jindegi magar najane Que Thi Thori Kami Mileho to Inteja Hai ke Jana na Tumke May kahi Jina paunga Terebin Kabhi. Jina paunga Terebin Kabhi. Jina paunga Terebin Kabhi. Jee Na Paunga Credits - Singer - Vishal Mishra Music - Vishal Mishra Lyrics -Jay Tanna "SIFAR"& Vishal Mishra Produced by - Vishal Mishra Additional Production - Shubham Srivastava Guitar - Shubhan Srivastav ...

Mon Pakhi Lyrics (মন পাখি ) | Uraan

Mon Pakhi Lyrics (মন পাখি ) | Uraan | Srabanti | Shaheb | Aman ( Moksha Band) | Srijato | Joy Mon Pakhi Lyrics: একটু একটু উদাসীন সে একটু মেজাজি সব পোড়ানো আগুনে সে ঝাপ দিতে রাজি। একটু একটু উদাসীন সে একটু মেজাজি সব পোড়ানো আগুনে সে ঝাপ দিতে রাজি। নীল পালকে রক্ত লেখা পাঁচ বিধিয়ে বাঁচতে শেখা তার নামেই জীবনটা ধরেছি বাজি। ও মন পাখি ও মন পাখি তোকে ছাড়া তোকে ছাড়া  কিকরে থাকি। (২x) একটু জিদ্দি আনমনা সে বেশ বেপরোয়া ঘারপালানো গল্প গুলো হয়না ঘরোয়া। একটু জিদ্দি আনমনা সে বেশ বেপরোয়া ঘারপালানো গল্প গুলো হয়না ঘরোয়া। এক তুড়িতেই সবটা ফেলে সক্ষী মেয়েদের রক্ষী ছেলে ভয় দেখাতে ব্যর্থতাকে লক্ষ তরবার। ও মন পাখি ও মন পাখি তোকে ছাড়া তোকে ছাড়া  কিকরে থাকি। (২x) ডাকছে তাকে জল বারুদে ধকধকে আকাশ স্বপ্ন গুলো ঝলসে গেলে চোখ খুলে তাকাস। ডাকছে তাকে জল বারুদে ধকধকে আকাশ স্বপ্ন গুলো ঝলসে গেলে চোখ খুলে তাকাস। জন্ম হবে ফের আগুনে ছাই ওড়ানো গল্প শুনে থাকেনা মানা এই জীবনে  সবই তো ঝাকাস। ও মন পাখি ও মন পাখি তোকে ছাড়া তোকে ছাড়া  কিকরে থাকি। (৪x) Mon Pakhi Lyrics: ...

Sundor Konna Lyrics | Shafi Mandal | Noya Ganger Parego Birikho

Sundor Konna Lyrics | Kathbirali | Shafi Mandal | Orchita Sporshia | Asaduzzaman Abir | Jaaz 2020 নয়া গাঙের পারে গো বৃক্ষ বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নেই ক্যান কথা? বাতাসে কাঁপিছে কন্যা তোমার পটের বসন খানি, দূরের পানে চাইয়া লো কন্যা কেনে দুইচোখে ঝরে পানি? নয়া গাঙের পারে গো বৃক্ষ বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নেই ক্যান কথা? কে বা তোমার পিতামাতা লো কন্যা? তোমার কোথায় বাড়ি-ঘর? ক্যান বা দেখি বনে বনে, কন্যা দাও মোরে উত্তর? নয়া গাঙের পারে গো বৃক্ষ বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নেই ক্যান কথা? Song: Sundor Konna Movie: Kathbirali Singer: Shafi Mandal Lyrics: Selim Al-Din Music: Emon Chowdhury Tune: Yusuf Hasan Arko Directed by: Niamul Mukta Presented by: Chilekotha Films Label: Jaaz Multimedia

Noya Bari Lyrics | Jk Majlish | Laila

Noya Bari Lyrics | Jk Majlish feat. Laila | Maimansingha Gitika | Igloo Folk Station | Rtv Music . নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, (2x) কাইন্দ না কাইন্দ না কইন্যা, কাইন্দ না কাইন্দ না কইন্যা, না কান্দিও আর !! সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম, তোমার গলার হার গো, তোমার গলার হার!! নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, (2x) নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু !!(2x) নয়া বাড়ী লাইয়া রে বাইদ্যা নয়া বাড়ী লাইয়া রে বাইদ্যা লাগাইলো কলা, সেই কলা বেচ্যা দিয়াম তোমার গলার মালা!! নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা, লাগাইল বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দন, (2x) নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সারি সারি গো আয় না সারি  সারি!! (2x) হাস মারিলাম কইতর মারলাম, হাস মারিলাম কইতর মারলাম বাচ্যা মারলাম টিয়া !! ভালো করে রাইন্দো বাইঙ্গ...

Lal Shari Poriya Konna Lyrics | SHOHAG

Lal Shari Poriya Konna Lyrics | লাল শাড়ী পরিয়া কন্যা | SHOHAG | Bangla New Song 2020 Lal Shari Poriya Konna Lyrics: লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়, জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়। চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে। ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে, ভুলব আমি এই কথা কেমনে? তবে ভালো ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো ক্যান বাসিলা আমারে? চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি পাইবা শুধু আমায় স্বপনে। তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়, আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়, তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা হায়, জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়। Lal Shari Poriya Konna Credits: Song: Lal Shari Poriya Konna Singer: Shohag Lyrics: Rejaul Hossain Tune: Shohag Music: Alvee L...

Main Hoon Woh Palak Lyrics | Mohit Gaur

Main Hoon Woh Palak Lyrics | Mohit Gaur ft. Jigyasa Singh | Vikram Singh | Official Music Video . Main hoon woh palak jo Teri masoom si Aankho se toote phir gire Aur dekhte hi Haatho ki hatheli si Sapne leke woh tere phir ude Main hoon woh palak jo Teri masoom si Aankho se toote phir gire Aur dekhte hi Haatho ki hatheli si Sapne leke woh tere phir ude Sapne jo tere sab hai Leke chala hoon main Saare ke saare jo hai Sach kar dunga main Hasta bas tujhko Dekhna chahe mere nain Chahe ‘gar tu hanse Jab saath tere na main Main hoon woh falak jo Khud hi mein roo ke bhi Pyaar mein bhingo de bas tujhe Aur saanso ko bhi Lena bhool kar apni Muskurahato se teri hi jiye Dil tu hai mera Dhadkan meri aur saans bhi Ho kaise juda Main hoon safar tu hai jameen Main hoon woh palak jo Teri masoom si, masoom si Aankho se toote phir gire Aur dekhte hi Haatho ki hatheli si Sapne leke woh tere yun ude Main hoon woh palak jo Teri masoom si Aankho s...

Chal Bombay Lyrics | DIVINE | Hindi RAP Song

Chal Bombay Lyrics | DIVINE   Chal Bombay meri maa se milata hoon Chal ghar pe tujhe haath se khilata hoon Jo bhi bola woh haq se nibhata hoon Tujhe chahta hoon! Tujhe chahta hoon! Chal Bombay meri maa se milata hoon Chal ghar pe tujhe haath se khilata hoon Jo bhi bola woh haq se nibhata hoon Tujhe chahta hoon! Tujhe chahta hoon! Jab mere sath thi woh, meri khaas thi woh Meri shootar, mera nasha, meri ghaas thi woh Manali, Manali, kawwali, kawwali Vo dikhati Madhuri jab pehne woh saree Mere munh mein hai gali woh mithi zabaani Vo gehara samandar main bahata hua pani Main shayar mawwali, tera pichala woh jali Ye asal na rani! Aha! Zara ghoom kar dekh gaur se dekh Tu hi thi koi aur nahin dekh Har rasta hai apna main road se dekh Pachtayegi pachtayegi tu chhod kar dekh Ye gana nahin gana ye ashiq diwana Kyon jale zamana to jalne de Shayad samjhegi woh mere marne pe Shayad samjhegi woh mere marne pe Chal Bombay meri maa se milata hoon Chal...

Jaana Jaana Lyrics | Gajendra Verma

Jaana Jaana Lyrics | Gajendra Verma   . Lyrics: Jaana Jaana Kehta Hun Kya, Karta Hai Kya Dil Mera Mera Na Raha Hai Ik Dhun Si Har Jagha Bas Jaana Jaana Jaana Ye Na Samajh Na Jaane Kuch Tere Siva Sau Dardon Ki Ik Dawa Bas Jaana Jaana Jaana Ke Chup Ke Chup Ke Tujhko Dekha Karta Hai Ye Na Jaane Kab Se Jaana Tujhpe Marta Hai Ye Samjhaya Maine Sau Dafaa To Bigaad Gaya Ke Baccho Jaise Ab To Zidd Karta Kehta Hun Kya, Karta Hai Kya Dil Mera Mera Na Raha Hai Ik Dhun Si Har Jagha Bas Jaana Jaana Jaana Ye Na Samajh Na Samjhe Kuch Tere Siva Sau Dardon Ki Ik Dawa Bas Jaana Jaana Jaana Ye Chori Chori Tera Pichha Karna Raahon Me Kahin Mil Gaye To Darna Main Baitha Rahun Unn Jagho Pe Jaane Ja Jahan Se Tera Hota Hai Guzarna Yahin Hai Fasaana, Fasaana Tera Naam Likhna Apne Sang Likh Ke Phir Mitana, Mitana Phir Likhna Aur Mitana Kehta Hun Kya, Karta Hai Kya Dil Mera Mera Na Raha Hai Ik Dhun Si Har Jagha Bas Jaana Jaana Jaana Ye Na Samajh Na Samjhe Kuch T...

O Kolkata Lyrics | Shreya Ghoshal | Srijato | Joy Sarkar

O Kolkata Lyrics ( কলকাতা ) | Uraan | Srabanti | Shreya Ghoshal | Srijato | Joy Sarkar Song Lyrics Reviewed by MOHAN SADHUKHAN on May 12 2019 Rating: 5 শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে, কি না যাবে আমার সাথে ঘুম ভাঙ্গে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম ঘুম ভাঙ্গে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চীনেবাদাম চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম! শহর জুড়ে যেন প্রেমের মরসুম আলোতে মাখামাখি আমার এ গ্রিনরুম কখনও নেমে আসে অচেনা প্যারাসুট তোমাকে ভালোবেসে আমার এ চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে, কি না যাবে আমার সাথে খুঁজে দিতে না পারলে আড়ি আমার ব্যোমকেশ বক্সীর বাড়ি খুঁজে দিতে ন...

Jaane Na Dunga Kahin Lyrics | Armaan Malik

Jaane Na Dunga Kahin Lyrics | Never Kiss Your Best Friend | Armaan Malik | Premieres 20th Jan 2020 on ZEE5 . Dheere dheere badhne lagi zaane kaisi yeh dosti Thoda thoda main tujhsa tu mujhsi hone lagiHaanan .. oo..they're bad badhne jaane kaisi yeh kaisi ye dosti Thoda thoda main tujhsa tu mujhsi is hone lagi Mila hoon jabse, tera hoon tabse Paas tere hoon, door sab se Hua hai jaisa, hua nahi kabhi Jaane na doonga kahi Jaan lo jo tum, haal mera filhaal mera Maan lo jo tum, de doon jahaan Dil ke mausam mein, Kuch toh badla zaroor badla Le rahi ho tum kisi baat ka... Ki bin tere ab na gawaara hai guzaara pal ko bhi Hua hai jaisa, hua nahi kabhi Jaane na doonga kahi Ki ab se tum bas ik ho mere Raat main hoon tum savere Tum jo aaye, gaye andhere Kehna hai bas yahiJaane na doonga kahi.. Song Credits - Jaane Na Dunga Kahin credits : Music composer & lyricist - Yash Narvekar Singer - Armaan Malik Music Producer - Prasanna Suresh Guitars - Da...

Ja Ja Ja Lyrics | Gajendra Verma

Ja Ja Ja Lyrics | Gajendra Verma Chahegi Jab Milne Ko Aayegi Chahegi Jab Paas Bulayegi Kabhi Main Kon Ho Jaunga Kabhi Phir Pyaar Jatayegi Aise Ehsaan Gina Ke Baat Kare Muh Ko Bana Ke Accha Bhala Tha Main Akela Galti Ki Dil Ko Laga Ke Ho Ab Tere Zaalim Sare Iraade Samajh Chuka Mein Jitna Bhi Jhel Saka Mein Utna Jhel Chuka Ja Ja Ja Mujhe Na Dikha Ye Ishq Tera, Ye Pyaar Tera Ja Ja Ja Main Nai Karna Ye Ishq Tera, Ye Pyaar Tera… Woh Karti Thi Meethi Meethi Baatein Phone Par Saari Saari Raatein Woh Kehti Thi Yaad Hai Aayi Phir Bhi Tum Milne Nai Aate Oh Ab Kaisi Palti Khayi Kabhi Na Meri Yaad Hai Aayi Jab Bhi Tera Phone Lagaya Line Sabhi Vyast Hai Aayi Ho Ab Tere Zaalim Sare Iraade Samajh Chuka Mein Jitna Bhi Jhel Saka Mein Utna Jhel Chuka Ja Ja Ja Mujhe Na Dikha Ye Ishq Tera, Ye Pyaar Tera Ja Ja Ja Main Nai Karna Ye Ishq Tera, Ye Pyaar Tera… Dil Toot Gaya Ab Main Rooth Gaya Ab Jo Pyaar Tha Tumse Woh Choot Gaya Ab Dil Toot Gaya Ab Main ...

Tomar Ar Somoy Mele Na Lyrics | Rakiba Oyshe

Tomar Ar Somoy Mele Na Lyrics | Rakiba Oyshe , Lutfor Hasan , Agniveena, Bangla New Song 2020, বাংলা গান ২০২০ তোমার আর সময় মেলে না আমাকে দেখার। তোমার আর সুযোগ মেলে না আমাকে দেখার। তাবু আমি বসেরই একাএকা কথাকোই নেই না খবর আর হাতের রেখায়। তোমার আর সময় মেলে না আমাকে দেখার। কবে কোন কৌশলে তুমি যে এসেছিলে বুঝিনি বুঝিনি নিয়েছো সব হেসে খেলে। কবে কোন কৌশলে তুমি যে এসেছিলে বুঝিনি বুঝিনি নিয়েছো সব হেসে খেলে। তাবু আমি বসেরই একাএকা কথাকই নেই না খবর আর হাতের রেখায়। তোমার আর সময় মেলে না আমাকে দেখার। এত দিন পরে এসে বোধয় জোয়ারে ভেসে বুঝেছি বুঝেছি সব ছিল একপেশে। এত দিন পরে এসে বোধয় জোয়ারে ভেসে বুঝেছি বুঝেছি সব ছিল একপেশে। তাবু আমি বসেরই একাএকা কথাকই নেই না খবর আর হাতের রেখায়। তোমার আর সময় মেলে না আমাকে দেখার। তোমার আর সুযোগ মেলে না আমাকে দেখার। Song: Tomar Ar Somoy Mele Na Singer: Rakiba Oyshe Lyric & Tune: Lutfor Hasan Music: John Co-ordinated by: Isha Khan Duray Assistant Director: Morsalin Alif Xion Edit, Color& Directed by Mohammad Rasel Abir L...

Mujhe Yaad Hai Lyrics | Yasser Desai

Mujhe Yaad Hai Lyrics | Yasser Desai | Kunwar Naveen Singh & Shalini Chauhan . https://www.digantakobipakho.co.in/search/label/Yasser%20Desai Chand alfaaz hi sahi Kuchh kehta to hai Yaad banke lahu mein Tu hi tu behta to hai Meri saanson mein rehne wale Mujhko yeh bata Dil ko dil se kaise Karte hain haan judaa Thehar sa gaya hai beeta woh kal Woh sadiyon ke jaise mahobbat ke pal Woh mausam tu jo badla nahi Woh dard mere sehna Woh khamoshi ko padh lena Woh dil ki zubaan kehna Kehna kehna Mujhe yaad hai, mujhe yaad hai Mujhe yaad hai woh chahat ke pal Mujhe yaad hai, mujhe yaad hai Mujhe yaad hai har beeta woh kal Kaha-suna bhoole nahi Bas bekhabar ho gaye Thodi raza thoda gunaah Aur bekadar ho gaye Hai dil preshaan mana nahi Judayi ki rasmon ko jaana nhi Woh meri khushi mein khush hokar Gale se lagana tera Tu door raha ya paas raha Par sath hi rehna tera Mujhe yaad hai, mujhe yaad hai Mujhe yaad hai woh chahat ke pal Mujhe yaa...

Ab Aaja Lyrics | Gajendra Verma | Jonita Gandhi

Ab Aaja Lyrics | Gajendra Verma | Jonita Gandhi  Rookhe rookhe hain Mausam ke lab bin tere Sookhe pedon se Ho gaye mere shaam-savere Ek ranj hai raah-guzaaro mein Ek aag lagi gulzaaro mein Har saans ghuli angaaro mein Sun bhi le meri sadaa Ab aaja sanam phirun main beqaraar Ab aaja sanam, karun tera intezaar Ho o o.. Ab hai adhoori tere bina raatein ye saari meri Ab hai adhoore tere bina khwaab ye saare mere Ho.. tere bin na guzarane pe waqt tula hai Tere bin jaise dard hawa mein ghula hai Jaise chot hari hai, jaise zakam khula hai Mera jeena huaa sazaa... Ab aaja sanam phirun main beqaraar Ab aaja sanam, karun tera intezaar Ho o o.. Bin tere khaali khaali Taaron bhara hoke bhi aasmaan Soone raste saare Soona soona sa hai saara jahan Tere bin tere bin haan tere bin Berukhi se kat'te hai mere din Tere bin jaise chalti hai chand si raate Tere bin jaise khalti hai hothon ko baatein Jaise kore wark, jaise khali dawaate Jaise sab kuch ...

Tomar Naame Lyrics | Mahtim Shakib

Tomar Naame Lyrics | Mahtim Shakib Originals | Bangla New Song 2020 Tomar Naame Lyrics: আকাশের দিকে তাকিয়ে থেকে তোমায় খুঁজেছি ঝোড়ো হাওয়া এসে বলে তুমিআছো কাছাকাছি। ডুবে তোমার গন্ধে আমি কষ্ট ভুলে যাই থাকবো পশে যত ঝড় আসে শত দোটানায়। তোমার নামে এবুকে ঢেউ তোমাতেই ভেঙে যায়। তোমার সুবাসে জোস্না আসে ধূসর কুয়াশায়। তোমার নামে এবুকে ঢেউ তোমাতেই ভেঙে যায়। তোমার সুবাসে জোস্না আসে ধূসর কুয়াশায়।...... হম। ........... স্পর্শে তোমার একি  মায়া হৃদয়ে ভাঙে সুর , পেরোলে প্রহর হাতে রেখে হাত হাটবো বহুদূর। মহা প্রলয় এবুকে হায় তোমার ভাবনায়। ...... তোমার নামে এবুকে ঢেউ তোমাতেই ভেঙে যায়। তোমার সুবাসে জোস্না আসে ধূসর কুয়াশায়। তোমার নামে এবুকে ঢেউ তোমাতেই ভেঙে যায়। তোমার সুবাসে জোস্না আসে ধূসর কুয়াশায়।...... হম। ........... Tomar Naame Lyrics Credits: The song was written and tuned by Mahtim Shakib Composition: Menon khan Cast: Shakir Zaman | Saima Orin DOP: Parbot Raihan Editor: Abu Nadim Director: Mahtim Shakib

Ghum Jorano Lyrics | Bappa Mazumder

Ghum Jorano Lyrics | Bappa Mazumder & Konal | Tasnuva Tisha | Vicky Zahed |  Ghum Jorano Lyrics: ঘুম জড়ানো দু-চোখ  মেলে এই  যে  আমি  সাঁঝ -সকালে  তোমায়  এসে  দেখি তোমায়  ভালোবাসি  বলেই  তো  নাকি রংধনু -টা  পেড়ে  এনে বুকের  সাদা  কাশ  বোনে তোমার  ছবি  আঁকি তোমায়  ভালোবাসি  বলেই  তো  নাকি আমি  আনমনে  অকারণে তোমায়  শুধু  ডাকি এমন  অকারণে  তোমায়  শুধু  ডাকি তোমায়  ভালোবাসি  বলেই  তো  নাকি তোমায়  ভালোবাসি  বলেই  তো  নাকি তোমার  দিকে  তাকিয়ে  থাকি না  তাকানোর  ছলে তোমার  কথা  ভাবি  বসে ধূসর  কোলাহলে তোমার  দিকে  তাকিয়ে  থাকি না  তাকানোর  ছলে তোমার  কথা  ভাবি  বসে ধূসর  কোলাহলে আমি  আনমনে  অকারণে তোমায়  শুধু  ডাকি এমন  অকারণে  তোমায়...

Keu Kotha Rakheni Lyrics Minar Rahman

Keu Kotha Rakheni Song |  কেউ কথা রাখেনি | Minar Rahman | Sajid Sarker Keu Kotha Rakheni Song Lyrics: কেউ কথা রাখেনি ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি। কেউ গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি। আর ডাকেনি।.... ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকা আবার হারাবো। ..... ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতেচাই চোখজোড়া স্বপ্নে উড়ে  বেড়াবো। ..... কেউ দূর আকাশে জোছনা মাখে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে। কেউ ধূসর রঙে রঙ্গিন ছবি আঁকে, ভু-কান্তি মালা আবারো হাসে। আবারো হাসে। ...... ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই পালতোলা নৌকা আবার হারাবো। ..... ঘুম ভাঙা সকাল হয়ে তোমায় হাসাতেচাই চোখজোড়া স্বপ্নে উড়ে  বেড়াবো। ..... চেনা পথগুলো আজ দূরে দূরে ধুলো ধুলো হয়ে তোমাকে ঘিরে হারায়। সেই পুরোনো ঘর  পুরোনো চাদর - সব স্মৃতি হয়ে দক্ষিণা হাওয়ায় ভাসে। দক্ষিণা হাওয়ায় ভাসে। ...... কেউ কথা রাখেনি ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি। কেউ গোধূলি বেলায় দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি। আর ডাকেনি।.... ঘ...

KON GOPONE LYRICS | Surangana Bandyopadhyay

KON GOPONE LYRICS | OFFICIAL: BRAHMA JANEN GOPON KOMMOTI | RITABHARI | SOHAM | NANDITA | ANINDYA SURANGANA . KON GOPONE LYRICS: কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে। নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে, আমার ভিতর ঘরে। কোমল ধানের শীষে দুঃখরা যায় মিশে। সুখ পাখি কার্নিশে হারায় অগোচরে, দিন খুঁজে যাই, দিন আসে না রাত আসে রাত করে, আমার ভিতর ঘরে। অবুঝ চোখের তারায় অন্ধ কাজল হারায়, এক ফালি হাত বাড়ায় শান্ত চরাচরে। সোনার কাঁকন, কোন সে আপন মুখ লুকায়ে প্রান্তরে, আমার ভিতর ঘরে। কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে, আমার ভিতর ঘরে, সে কি আমার ভিতর ঘরে। KON GOPONE SONG CREDITS: Song: Kon Gopone Movie: Brahma Janen Gopon Kommoti Singer: Surangana Bandyopadhyay Lyric & composition: Anindya Chattopadhyay Musical arrangements: Rudraneel Chowdhury Directed by: Aritra Mukherjee Mixing & mastering: Debojit Sengupta Label: WINDOWS