।।ভগ্ন রাত।। বিশ্বজীৎ বণিক পূর্ণিমার চাঁদটা গোমড়া মুখে তিমির রাতে প্রাক্তন কতটা সুখে! এ সুপ্ত বুকের ক্লেশ তোমারো কি নয়? প্রতিনিয়ত সময় ফুরিয়ে যাওয়ার ভয়। প্রহর যায় প্রহর আসে-- কলেজ ক্যাম্পাস আজও চোখে ভাসে । তুমিই থাকো হৃৎস্পন্দনে-- তুমিই থাকো হাসি আর ক্রন্দনে। আজও খুঁজে ফিরি বিবেক মানুষের ভীড়ে সবুজের নেশা স্বপ্ন নীড়ে। কিছু রাত যন্ত্রণা দায়ক খুঁজে ফিরি শুধু তোমাকে । নোনা জলে ভিজে যায় বালিশ অন্ধকারে রয়ে যায় অজস্র নালিশ। অজান্তেই করা ভুল -- তবু দেবো তার মাশুল । যত ভুল আছে আমার প্রিয়তমা পারলে করো ক্ষমা -- দীর্ঘশ্বাস নিষ্টুর বড়ো উওরে হাওয়ায় শুকনো পাতারা জড়ো - চিলে কোঠার নিঃসঙ্গ বিকেল গুলো, কল্পনায় পড়েছে ধুলো । ভালো থেকো প্রিয়তমা -- আমি না হয় ভাঙ্গা হৃদয়ে বাঁচি।