সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Bhagno Rat Kobita | ভগ্ন রাত

।।ভগ্ন রাত।। বিশ্বজীৎ বণিক  পূর্ণিমার চাঁদটা গোমড়া মুখে তিমির রাতে প্রাক্তন কতটা সুখে! এ সুপ্ত বুকের ক্লেশ তোমারো কি নয়? প্রতিনিয়ত সময় ফুরিয়ে যাওয়ার ভয়। প্রহর যায় প্রহর আসে-- কলেজ ক্যাম্পাস আজও চোখে ভাসে । তুমিই  থাকো হৃৎস্পন্দনে-- তুমিই থাকো হাসি আর ক্রন্দনে।  আজও খুঁজে ফিরি  বিবেক মানুষের ভীড়ে সবুজের নেশা স্বপ্ন নীড়ে। কিছু রাত যন্ত্রণা দায়ক খুঁজে ফিরি শুধু তোমাকে । নোনা জলে ভিজে যায় বালিশ  অন্ধকারে রয়ে যায় অজস্র নালিশ। অজান্তেই করা ভুল -- তবু দেবো তার মাশুল । যত ভুল আছে আমার  প্রিয়তমা পারলে করো ক্ষমা -- দীর্ঘশ্বাস নিষ্টুর বড়ো উওরে হাওয়ায় শুকনো পাতারা জড়ো - চিলে কোঠার নিঃসঙ্গ বিকেল গুলো, কল্পনায় পড়েছে ধুলো । ভালো থেকো প্রিয়তমা -- আমি না হয় ভাঙ্গা হৃদয়ে বাঁচি।

| তোর এক কথায় গানের কথা | Tor Ek Kothaye lyrics |

Tor Ek Kothaye | Besh Korechi Prem Korechi | Koel | Jeet | Arijit Singh | Jeet Gannguli |  Tor Ek Kothaye lyrics নাম জানিনা তোর আর রাত জানিনা ভোর । মন যায়রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয় দিনকাল মেলাবি আয় মন ফিরবে নারে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী। তোর ইশারায় আমি মরে যেতেও রাজী। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী। তোর ইশারায় আমি মরে যেতেও রাজী। কিছুটা সায় দিয়ে যা তুই আলো আমায় দিয়ে যা তুই । পরিনা থাকতে একা আজ কোন উপায় দিয়ে যা তুই । তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী। তোর ইশারায় আমি মরে যেতেও রাজী। জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্য কে। আমাকে মনের অরন্যে ঠিকানা চিনতে দে। জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্য কে। আমাকে মনের অরন্যে ঠিকানা চিনতে দে। আর কি বোঝাবো বল বলছে ফুলের দল তুই আমারি। আর কি কারন চাস বলছে বন্ধু বাতাস  তুই আমারি-- তোর এক কথায় আমি রাখবো হাজার বাজী। তোর ইশারায় আমি মরে যেতেও রাজী। বারাবরি মন জ্বালাতন করেছে যখনই  আমি কোন আর চেষ্টার সিমানা রাখিনি। বারাবরি মন জ্বালাতন ...

। হারানো দিন । Harano Din Kobita

হারানো দিন | Harano Din Kobita পায়েল দাসগুপ্ত   স্বপন ঘেরা চোখের চাওয়া  মেঘেদেরই আসা যাওয়া  আলোছায়়ার লুকোচুরি  বাদল দিনের হওয়া । যেন আঁকা এ কার ছবি এ কোন রঙে রাঙা রবি হারানো সুর পুরোনো গান  নতুন করে গাওয়া - উতলা সব কিসের আশায়  এ কার পরশ বাতাস মাতায় হারানো দিন পুরোনো প্রান নতুন করে পাওয়া ।

।। দৃষ্টিকোণ ।। Drishtikon Kobita

Song Lyrics Reviewed by MOHAN SADHUKHAN on May 12 2019 Rating: 5 দৃষ্টিকোণ | Drishtikon Kobita পায়েল দাসগুপ্ত   ফুটপাথের পাশে পড়ে থাকা  অভুক্ত পেট তখন ভাবছে পরের দিনের সূর্য দেখতে পাবে কিনা । হাড় ভাঙ্গা খাটুনিতে ক্লান্ত হয়ে  বাড়ি ফেরা বাবার কাছে  ভালোবাসা হল বাড়ি ফিরে সন্তানের মুখে  আবদার ভরা ডাক শোনা  নিজের পূজো, নববর্ষ  জলাঞ্জলি দিয়ে সন্তানের প্রয়োজন পরিপূর্ণ করে অর্জন করা হসিই তার ভালোবাসা  ভালোবাসার রূপ বিচিত্র  সেখানে তুমি আছো আমি আছি আর আছে আমাদের দৃষ্টিকোণ ।

।। ভালোবাসা ।। Bhalobasa Kobita

Song Lyrics Reviewed by MOHAN SADHUKHAN on May 12 2019 Rating: 5 ভালোবাসা | Bhalobasa পায়েল দাসগুপ্ত   ভালোবাসা কি?  তুমি বলবে ভালোবাসা হল-- একে অপরের উপর গভীর বিশ্বাস  কিংবা একসাথে পায়ে পা মিলিয়ে  সারাজীবন পথচলা । শুধুই কি তাই?  ভালোবাসা শব্দের অর্থ কী গ্রত্যিই এতটুকুই?  কুঁড়ে ঘরে থাকা সেই দম্পতিকে প্রশ্ন করো ভালোবাসা কি?  ভালোবাসা মানে তাদের কাছে  এই ছোট্ট ঘরে তোমার আমার  সোনার সংসার  হয়তো অর্থের প্রাচুর্য নেই  নেই ঐশ্বর্য্যের বিলাসিতা 

।। স্বনের সপ্তডিঙা ।। Swapner Saptoinga Kobita

Song Lyrics Reviewed by MOHAN SADHUKHAN on May 12 2019 Rating: 5 স্বনের সপ্তডিঙা | Swapner Saptoinga পায়েল দাসগুপ্ত   কিন্তু দিনের শেষে চাঁদের আলোয় পড়ে তোলা আছে তাদের ভালোবাসার তাজমহল মা হারা সেই শিশুর কাছে ভালোবাসা মানে-- মায়ের আঁচলের অজানা গন্ধ যা অধরা হয়েই রয়ে গেছে জীবন । ফুটপাতের ধারে জীবন কাটানো মানুষগুলোর কাছে ভালোবাসা হল দুমুঠো অন্ন আর নিরাপদ বাসস্থান, বাইরে তুমুল ঝড় আর বৃষ্টির ঝাপটা জানলার পাশে বসে তুমি ভাবছ প্রিয় মানুষটা যদি কাছে থাকতো গড়ে  তুলতাম স্বনের সপ্তডিঙা।

Aboidho Samparko | অবৈধ সম্পর্ক

অবৈধ সম্পর্ক  বিশ্বজীৎ বণিক ক্লাস টেনে সবেমাত্র পিকলু,ওর বেস্ট ফ্রেন্ড ছিলো রমেশ, দুজন দুজনের ভালো লাগা খারাপ লাগা শেয়ার করে নেয় ।সেদিন স্কুলে একটি স্মার্ট ফোন নিয়ে আসে, পিকলুকে দেখিয়ে বলে এটা বাবা বার্থ-ডে তে গিফট করেছে,কতরকমের ভিডিও দেখালো পিকলুকে, গেমস খেলে দেখালো, পিকলুকে ও খেলতে দিল।পিকলুর রীতিমতো লোভ হলো ফোনটার প্রতি। স্কুলের প্রায় সকলের কাছে স্মার্ট ফোন, শুধু ওর কাছেই নেই ।সেদিন স্কুল থেকে বাড়ি ফিরে পিকলু ভাত খায়না,ওর স্মার্ট ফোন চাই, স্কুলের সকলের কাছে আছে ওর কেন নেই ।ওর মা বোঝায় পিকলুকে ।দেখ তোর বাবা গার্ডের চাকরি করে, সংসার, তোর পড়াশোনা চালাতেই হিমশিম খাচ্ছে ।ও কারো কোনও কথা শোনেনা, গো- ধরে বসে থাকে ।খাওয়াদাওয়া বন্ধ করে দেয় ।ছেলের এমন পাগলামি দেখে, শেষে ওর বাবার জমানো পয়সা দিয়ে ওকে একটা স্মার্ট ফোন কিনে দিতেই হলো। খুব খুশি পিকলু।পিকলু ফোনটা স্কুলে নিয়ে গেল, রমেশ ওকে ব্যবহার পদ্ধতি শিখিয়ে দিল।টিফিনের পয়সা দিয়ে ফোনে নেট কার্ড ভরা শুরু করে পিকলু।সবই ঠিকঠাক চলছিল, কিছুদিন পর পিকলু কেমন যেন বদলাতে শুরু করলো, ক্লাসে এলে রমেশের সাথে ঠিকঠাক করে কথা বলে না, ...

|| চিঠি ||

Song Lyrics Reviewed by MOHAN SADHUKHAN on May 12 2019 Rating: 5 ॥ চিঠি ॥  ‌ ‌প্রায় দশ বছর পর বাড়ি ফিরছে সৌম্যজিৎ। মেডিকেল কলেজের পড়া শেষ করে , আমেরিকা যেতে হয় কাজের তাগিদে ।ট্রেনের কামরায় বসেছে দশ মিনিট হয়েছে। কুলিদের চিৎকার, যাত্রীদের কোলাহল তার কানে পৌঁছাছে না , সৌম্যজিৎ ভাবছিল কবিতার কথা , গ্রামের কত খুনসুটির কথা। ছোট থেকে একসাথে বড়ো হয়ে উঠেছে সৌম্যজিৎ ও কবিতা ।ঝড়ের রাতে আম কুড়তে যাওয়া , বর্ষায় মাছ ধরতে যাওয়া ।বর্ষায় ওদের ছোট নদীতে মাছ ধরতে যেত, প্রচুর মাছ পাওয়া যেত ওখানে , মাছের চার বানিয়ে দিতো কবিতা ।যা মাছ পেতো দুজনে ভাগাভাগি করে নিতো।ঘুড়ি ওড়াতে সৌম্যজিৎ খুব পছন্দ করতো, ধানক্ষেতের মধ্যে দিয়ে কত ঘুড়ি উড়িয়েছে সৌম্যজিৎ ।সুতোর মাঞ্জা দিতে কবিতা সাহায্য করতো।দেখতে দেখতে ওরা দুজনে কখন যেন বড়ো হয়ে উঠেছে, কৈশোর ছেড়ে , যৌবনে পা দিয়েছে । সৌম্যজিৎ তখন কলেজে। কবিতা তখন ক্লাস ইলেভেন, ওদের পাশাপাশি বাড়ি সৌম্যজিৎদের বাড়ির চিলেকোঠা থেকে কবিতাদের বাড়ির জানালাটা পষ্ট দেখা যায়। দুজনের চোখাচোখি হতো যখনই ।মুচকি হেসে কবিতা সরে যেত ।এমনি কিছুদিন কা...

|| একটি স্টেশনের আত্মকথা || || The autobiography of a station ||

. একটি স্টেশনের আত্মকথা চোখের পর্দায় চিএটি হঠাৎ ভেসে ওঠে  ঘুমিয়ে থাকা স্টেশনটির আলস্যতা কাটে লাল আলোতে আকাশ আমার সকাল হয়ে ফোঁটে স্টেশনের বুকে দু একটি লোক হাঁটে। ঝরে পড়া শিশির ঘাসেই থেকে যায় । স্টেশনে ট্রেন আসছে খবর হয়। পাখির ঝাঁক খাবারের খোঁজে অজানা আকাশ উড়ে  দুরন্ত ট্রেনটি শান্ত হয় প্লাটফর্মের ধারে। অন্ধ পথিক আপন মনে গান শুনিয়ে যায় ট্রেন থেকে লোকগুলি নেমেই অদৃশ্য হয় । হকার গুলি ক্রেতার জন্য জোরে জোরে হাঁকে  স্টেশনটি তার নীরব সাক্ষী থাকে।                                           সুরজিৎ দাস The autobiography of a station The image flashed suddenly on the eye screen Cut the laziness of the sleeping station In the red light the sky blossoms in my morning Two people walk on the station chest. The dew is falling from the grass. The train at the station is on the news. Flyi...