সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Zindagi Song Lyrics Bala | Papon

Zindagi Song Lyrics Bala | Aayushmann , Bhumi , Yami | Papon | Sachin-Jigar | Amar Kaushik Zindagi Song Lyrics: D il ki class ki ghanti jo baji Aayi yaadein woh saari daud ke Kisse phir mile Haan rakh loon main unhein Kuchh panne kitabon ke mod ke Phir Se Woh Gali Hai Tu jo le chali To thehrun main Thoda sa yahin Hoon ruka haan haan zindagi Tu badha haan haan zindagi Hoon galat to bata zindagi De de sach ka pata zindagi Ho pyare the bharam bhi Hum thode besharam bhi Na koyi thi shararat aakhri Bachpane mein jo sataye The saamne par bhulaye Unn yaaron se jeben phir bhari Hoke rubaru ab aankhon mein bharun Woh lamhe jo jiye the kabhi Ab bhale tu sata zindagi Maaf teri khata zindagi Le main phir se chala zindagi Kyun ruka tha bhala zindagi Zindagi Song Credits: Song Name – Zindagi Movie Name – Bala Singers – Papon , Sachin-Jigar Backing Vocals – Neuman Pinto Composer - Sachin-Jigar Lyrics - Bhargav Purohit Arrangements & Programm...

Ferate Parini Song Lyrics (ফেরাতে পারিনি) Runa Laila

Ferate Parini Song Lyrics | ফেরাতে পারিনি  | Runa Laila | Kabir Bakul | Niloy | Nadia | Bangla New Song 2019 . Ferate Parini Song Lyrics: ফে রাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। তবুও ফেরানো  পথে রয়েছি আশায় আশায়, ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। যে যাবার সে চলে যাবে ফেরাবো তাকে কিভাবে? যে যাবার সে চলে যাবে ফেরাবো তাকে কিভাবে? সে কথা ভেবে একাকী শ্রাবণে দুচোখ ভাষাই, ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। বলো না কি ভুল হয়েছে? তবু মন সবই সয়েছে। বলো না কি ভুল হয়েছে? তবু মন সবই সয়েছে। ফেরারি স্মৃতিরা এসে প্রতিদিন কাঁদায় হাসায়। ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। তবুও ফেরানো  পথে রয়েছি আশায় আশায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায় ফেরাতে পারেনি আর তোমাকে ভালবাসায়। Ferate Parini Song Credits: Song: Ferate Parini ( ফেরাতে পারিনি ) Singer: Runa Laila Lyric: Kabir Bakul Tune: Runa Laila Music: R...

Aagun Song Lyrics, ASUR, Timir Biswas

 Aagun | ASUR | Jeet | Abir | Nusrat | Pavel | Bickram Ghosh | Timir Biswas   Aagun Song Lyrics: একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। আগুন মেখে দেখ কে চলে যায় - ঝড়ের পাখিটার ঠিকানা হারায় - কেন তোর ডানা ভাঙ্গা মন উড়তে যে চায়? তুফান আসে দেখ কোন দরিয়ায়- জ্বলছে পৃথিবী আমার ঠিকানায় - পোড়া এ-মন সে আজ চেনা দায়, কোন খেলায় হেরে কখন? স্বপ্ন আমার ভেসে ফিরে যায় - কে ডাকে আমায়? সে আসে কি  যায়? একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। হাজার মনের হাজার কথায় - আজকে আমার কি আসে যায় - যত রাগ ফেলে যাই পথের ধারে - আলোতে সাজানো আমার কবরে। ফিরবো না আরে এ কথায়, আগুনে যাই  এ চিতায়। কে ডাকে আমায়? সে আসে কি  যায়? একমুঠো ছাই উড়লো কোথায়? পুড়ছে কে আজ বলে দে আমায়। ভাঙছে আকাশ সব ভেসে যায়- দুহাত আমার আগুন জ্বালায় - হিসেব যত থাকপড়ে দুনিয়ার - মিশে যাই মাটিতে, মাটির মতোই হয়ে। রইল যে স্বপ্ন আমার। ফিরবো না আরে এ কথায় - আগুনে যাই  এ চিতায় - আগুন মেখে দেখ কে চলে যায়, ঝড়ের পাখিটার ঠিকানা হ...

Bhanga Dana Song Lyrics (ভাঙ্গা ডানা) Uraan

Bhanga Dana Song Lyrics (ভাঙ্গা ডানা) | Uraan | Shreya Ghoshal | Srabanti | Shaheb | Joy Sarkar ভাঙ্গা ডানা তবু আকাশের দিকে চোখ, প্রতিটি শব্দ অঙ্গীকারের হোক। ভাঙ্গা চোরা নদী সমুদ্রে ধাবমান আমি কথা হবো সুর জুড়ে জুড়ে গান। যত রাতই হোক আগুন একাই জ্বলে, যত রাতই হোক আগুন একাই জ্বলে, উড়ান, আমার উড়ান .. দেখি আমায় কোথায় নিয়ে চলে। খড়কুটো তবু আগলে রেখেছি ঘর লেখায় লেখায় শান দেওয়া অক্ষর। সময়ের কাছে হার মানবো না তাই; আঙুল বুলিয়ে আকাশকে ছুঁতে চাই। লোকে তো বলবে, লোকে কত কিছু বলে, লোকে তো বলবে লোকে কত কিছু বলে, উড়ান, আমার উড়ান... দেখি আমায় কোথায় নিয়ে চলে। খোলা চুলে আজ ফুটে আছে যত তারা তারাই বিরোধী মশালের আস্কারা। আছি বৃষ্টিতে, আছি বসন্ত শীতে অথবা জ্বলছি এক কোনা ফুলকিতে। আমি সেই জেদ হেরে যাওয়া অঞ্চলে, আমি সেই জেদ হেরে যাওয়া অঞ্চলে উড়ান, আমার উড়ান ... দেখি আমায় কোথায় নিয়ে চলে, নিয়ে চলে.. এই উড়ে চলা ঘরে ফিরবার নয় এত ঝড় শুধু কন্যা রাশিতে সয়, অতলে নেমেছি দুপায়ে ছুঁয়েছি চূড়া ঘরে ঘরে আছে আমাদের বন্ধুরা। নেই জন্মের শহরে ম...

Radha Song Lyrics | ASUR | Iman & Shovan

Radha Song Lyrics | ASUR | Jeet | Abir Chatterjee  | Nusrat Jahan  | Pavel | Bickram Ghosh | Iman Chakraborty | Shovan Ganguly | Radha Song Lyrics: আ মি রাধার মত কলঙ্ক যে চাই, আমি রাধার মত কলঙ্ক যে চাই, রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। দাফন হবো তোর সাথে তাই কাফন খুঁজে যাই, আমি রাধার মত কলঙ্ক যে চাই। আমি রাধার মত কলঙ্ক যে চাই। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, দরিয়ায় ভাসে আজ কোন মুসাফির, হয়রান সে আর পায়না যে তীর। হয়রান সে আর পায়না যে তীর। তোকে পাবোকি পাবনা আর মন জ্বলেপুড়ে একাকার। তোকে পাবোকি পাবনা আর মন জ্বলেপুড়ে একাকার। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রংমশালের আগুন মেখে সূর্য হয়ে যাই। রাধার মত কলঙ্ক যে চাই। চাই চেনা সুর একতারাতে বাজলো যে আবার, মরেছি তোর হাতে তুই আমার অহংকার। SONG CREDITS: Song: Radha Music Direction: Bickram Ghosh Lyrics: Sugato ...

Jege Jege Song Lyrics (জেগে জেগে) Uraan

Jege Jege Song Lyrics (জেগে জেগে) Uraan | Shreya Ghoshal | Srabanti Chatterjee | Shaheb Bhattacharjee | Srijato Bandyopadhyay | Joy Sarkar Jege Jege Song Lyrics: জে গে জেগে কত পার করে দিবারাত। আরো একবার মুঠোর মধ্যে হাত।  তোমাকে চেয়েছি চেনা রাস্তার মত,  সুরেরে শরীর মন তবু অক্ষত।  আজ রাত চলে যেও না যেও না আজ রাতে--  না না না না না না  ঠোটের শহর আদর  সইনে যেতে,  সম্মোহনের সময় হয় না মিথ্যে।  চেনা মোমদানি নিজেকে রেখেছি নিজে,  জলে নয় চোখ অপেক্ষায় লেগে ভিজে।  আজ রাতে চলে যেওনা যেওনা যেওনা আজ রাতে  দুজনের মাঝে সে নয় দাগের সুতো,  স্মৃতি ভুলে যায় দুঃখ কে ভাবি ছুতো।   ছুঁয়ে দেখো তুমি এখনো কাঁপছে পাতা,  আলতো আঙুলে বেছে নাও চোরকাঁটা।  আজ রাতে চলে যেও না যেও না যেও না আজ রাতে।  এসো একবার শরীরের পথে পথে, ঘুরে দেখে নেই কত অঘটন ঘটে।  মরে যেতে পারি সহজেই এত চাওয়া,  বেচে নেব বলে পাশাপাশি হেঁটে যাওয়া।  আজ রাতে চলে যেও না যেও না ...

K Abar Bajaye Banshi Song Lyrics - Brihonnola

K Abar Bajaye Banshi - Brihonnola | Sekhar Das, Puja Das & Debanjana Chakraborty | Mrittika Biswas কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, হৃদি মোড় উঠলো কাপি হৃদি মোড় উঠলো কাপি চরণের সেই রননে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে । কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগল জোয়ার, কোয়েলা ডাকলো আবার যমুনায় লাগল জোয়ার, কে তুমি আনিলে জল কে তুমি আনিলে জল কে তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে । আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা, আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথবো মালা, কেন ওই নিঠুর খেলা কেন ওই নিঠুর খেলা খেলিলে আমার সনে।। হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লহ হে আসি, হয় তুমি থামাও বাঁশি নয় আমায় লহ হে আসি, ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে,, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে । কে আবার বাজায় বাঁশি ...... Movie: Brihonnola - One Body, Two Souls Singer: Mrittika Bis...

Pindare Polasher Bon Song Lyrics New Version

Pindare Polasher Bon Song Lyrics ( New Version ) Wrong Tuli Band | Jhumur Song | Folk Studio Bangla pindare polasher bon lyrics: পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন,  নেংটা  ইঁদুরে ঢোল কাটে, নেংটা  ইঁদুরে ঢোল কাটে, এ কাটে হে, বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।।  আমার বধু রাতকানা বাড়ির পথে আনাগোনা, আমার বধু রাতকানা বাড়ির পথে আনাগোনা, ভীম সারাই উঠে ভীম সারাই উঠে ধান খুঁটে হ ,  এ  খুটেঁ রে. বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।। আলতা সিন্দুরে রাঙ্গা বিহা ছেড়ে  করব   সাঙা, আলতা সিন্দুরে রাঙ্গা বিহা ছেড়ে  করব   সাঙা, দেখবো উটা  খাটে কি না খাটে, দেখবো উটা  খাটে কি না খাটে, এ খাটে রে, বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।। সুনীলের পটে চূড়া দেখিস মা ভৈরব ঘুরা, সুনীলের পটে চূড়া দেখিস মা ভৈরব ঘুরা, দিসনা বাপ  ধুলা পরের  ভাতে, দিসনা বাপ ধুলা পরের  ভাতে, এ ভাতে রে, বতরে পিরিতির ফুল ফুটে। বতরে পিরিতির ফুল ফুটে।। পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, ...

Dilona Dilona Song Lyrics Folk Heaven

Dilona Dilona Song Lyrics | দিলনা দিলনা | Folk Heaven | Folk Studio Bangla New Song দি লোনা দিলোনা, নিলো মন দিলোনা। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না।(2) আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো ।(২) হয় না যে তার তুলনা । এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না। দিলোনা দিলোনা, নিলো মন দিলোনা। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না। চুল কালো আঁখি কালো...কাজল কালো আরো... কাজলের চেয়ে কালোকি আছে বলো। চুল কালো আঁখি কালো...কাজল কালো আরো... কাজলের চেয়ে কালোকি আছে বলো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো।(২) হয়না যে তার তুলনা। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না। বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল... কাশফুলের চেয়ে সাদা বলোতো কোন ফুল।(২) আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা, কাশফুলের চেয়েও সাদা............(2) আমার ভাগ্যে হলো না। এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো। (4) [Other Version] বৃক্ষ সবুজ ,তৃন সবুজ, সবুজ টিয়া পাখি।(২) টিয়া পাখির চেয়ে সবুজ...

Baje Gaan Lyrics - DJ Bapon Ft. Alivia Sarkar

Baje Gaan Lyrics - DJ Bapon Ft. Alivia Sarkar  মন খারাপের কারণ লাগে না কারণ লাগে না উদাস হতে যেসব কথা যায় না বলা লেখা থাকে শেষ পাতাতে হাত বাড়ালেও কেউ ধরেনা ব্যস্ত সবাই যে যার কাজে একলা আমি গান শুনে তাই যাই ডুবে যাই দুচোখ বুজে পারেনি যা ছুঁতে কেউ কোনও দিন সুরগুলো যাবে ছুঁয়ে পরবে না আর রোজকার মত গালবেয়ে জল চুয়ে সব ভালো হবে যদি কানে বাজে গান শুধু বাজে গান কানে কানে শুধু বাজে কার কাঁধে বল রাখব মাথা বা রাখবে কে হাত আমার কাঁধে মনের কথা বলব কাকে এই শহুরে বনবাসে মনের কথা আমার পাশেই কাঁদছে শুয়ে লাল মেঝেতে বলবো না থাক চাপাই থাকুক হাসি মুখের ছদ্মবেশে রাখবো না আর কোনও পিছুটান নেই রাগ নেই কোনও অভিমান সব ভালো হয়ে যাবে যদি কানে কানে বাজে গান বাজে গান  বাজে গান  বাজে গান বাজে গান পারেনি যা ছুঁতে কেউ কোনও দিন সুরগুলো যাবে ছুঁয়ে পরবে না আর রোজকার মত গালবেয়ে জল চুয়ে সব ভালো হবে যদি কানে বাজে গান শুধু বাজে গান কানে কানে শুধু বাজে Song Credits: Song: Baje Gaan Music Lyrics and Vocals: DJ Bapon Featuring  Artist - Alivia Sarkar D...

Kagojer Bari Song Lyrics Anwesshaa | Anupam Roy

Kagojer Bari Song Lyrics | Sanjhbati | Dev & Paoli | Anwesshaa | Anupam Roy কি কাগজের বাড়ি আর ঠিকানা, ঢেকে রাখা এক চোখে তার নিশানা।। সব ফেলে তোর বাজারে আর যাব না।। কোন পাহাড়ে বৃষ্টি নামে কোন পাহাড়ে থামে, কোন মানুষের কাছে গেলে উষ্ণ তাপের আচ, এইবেলা তুই চোখ রাঙাস তোর বারান্দা হাসে, তোর বিকেলে সোনা ঝরে চারটে বেজে পাঁচ। রঙিন হতেই পারে তোর বাঁধা ফুল আমায় বিক্রি হওয়া রোদে, কি কাগজ এর বাড়ির ঠিকানা ঢেকে রাখা এক চোখে তোর নিশানা বাজারে আর যাব না।। কোন পাহাড়ে আয়ু কমে কোন পাহাড়ে বাড়ে, গুমটি ঘরে চুপটি মেঘ সরিয়েছি, তোর বাজারে কিনতে পাওয়া অস্বীকারের ভাষা তোর পাঠানো ঝরাপাতা মূল্য ধরে দি আবার কাগজ বাড়ি ঠিকানা হারায় আমার বিক্রি হওয়া রোদে।। কি কাগজ এর বাড়ির ঠিকানা ঢেকে রাখা এত নিশানা করে।। আহা আহা আহা আহা লালা লালা লালা লালা এই পেজটি তে যদি আপনার কোনো ভুল নজরে পড়ে তবে তা উল্লেখ করে কমেন্ট বক্সে জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা সংশোধন করবো। কবিপক্ষ এর এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

E kon notun sakal Lyrics - Subhamita Banerjee

E kon notun sakal Lyrics Subhamita Banerjee E Kon Sakal Song Lyrics Jatileswar Mukherjee-Kathay O Sure Bengali Lyricist - Jatileswar Mukhopadhyay এ কোন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়, আবার আসে নতুন কুড়ি পুরনো সেই শাখা।। সে কি জানে কানে কানে বলে আমায় অলি কত,,,,, অলক্ষী হায় আমার চোখে তারই ছবি কত শত,,,,, বুঝবে কি সেই চোখের ভাষা অজানায় ইশারায়,,, ,এ কোন নতুন সকাল আমায় আবার স্বপ্ন দেখায়।।। কত না হায় লুকোচুরি কত আড়ালে থাকো,,, তবু হলো মন চুরি জানি শুধু দিসাকা  কি করি ভেবে মরি সকাল সন্ধ্যা বেলায়।।।  এ কোন নতুন সকাল আমায় আবার স্বপন দেখায়।।। এই পেজটি তে যদি আপনার কোনো ভুল নজরে পড়ে তবে তা উল্লেখ করে কমেন্ট বক্সে জানান। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তা সংশোধন করবো। কবিপক্ষ এর এই পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

Bolo Piya Lyrics (বলো পিয়া বলোনা) Saat Pake Bandha

Bolo Piya (Female) | Saat Pake Bandha Bolo Piya Lyrics: ব লো প্রিয়া বলো বলোনা, কেন করো প্রিয়া ছলনা।। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে প্রিয়া তুমি আমার,  সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা।। বলো প্রিয়া বলো না।  তোমার আশাতে এই পথ চাওয়াতেই আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে, হাত বাড়ালে সামনে তুমি এর বেশি চাইনা আমার।  সাত পাকে বাঁধা সাত পাকে বাঁধা।। স্বপ্ন আমারি তোমার দুচোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতেই দিলাম, তোমার চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার বলো প্রিয়া বলোনা।। Bolo Piya Lyrics Credits: Song: Bolo Piya (Female) Film: Saat Pake Bandha Director: Sujit Mondal DOP: Kumud Verma Starring: Jeet and Koel Mallick Music: Jeet Gannguli Singer: Mahalakshmi Iyer Lyrics: Gautam Sushmit Editor: Rabiranjan Maitra Screenplay: N.k Salil Executive Producer: Raju Das Presenter: Shrikant Mohta and Nispal Singh Produced by: Shree Venkatesh Films Pvt. Ltd. and Surinder Films Pvt. Ltd. (Surinder Films) ...

JEE MAIN ADMIT CARD DOWNLOAD 2020 JANUARY

JEE MAIN ADMIT CARD DOWNLOAD 2020 JANUARY The National Testing Agency will be conducting the January, Joint Entrance Examination (Main) – 2020 in Computer Based Test (CBT) mode at different centers located in 233 cities throughout the country and abroad from 6 6th January 2020 to 9th January 2020. The Admit Cards of candidates (who have paid the fees) have been uploaded on the JEE website: jee main.nta.nic.in . The candidates are advised to download the admit card of January JEE (Main) – 2020 and go through the instructions contained therein as well as in the Information Bulletin.

The Single Anthem Song Lyrics | Keshab Monti

The Single Anthem Song Lyrics Keshab Dey  Feat- Monti Roy   Story Of Every Single Guy Official পু জোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল। পুজোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল । পুজোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল । আগমনে সাইয়া আর বিসর্জনে ভাইয়া আর খতম হল পকেটের রুপাইয়া। পুজোর সময় মিঙ্গেল আর পুজোর শেষে সিঙ্গেল এমনি করে চলছে গুরু দুনিয়ার সাইকেল । শুরুতে ওই নখরা আর শেষের দিকে ঝগড়া আগে থেকে জানলে শালা ধোকা খেতাম না।   কেএফসির এই লম্বা বিলে   হয়ার ফেটেছে শপিংমলে  আগে যদি বুঝতাম তবে ফকির হতাম না । বাপের পকেট ফাঁকা করে থিয়েটারের লম্বা ভিড়ে কত রকম নাটক বাজি কেউ তো জানেনা। জাস্ট ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড বাবু সোনা মনা তোমায় ছাড়া আমার ভালো লাগেনা। নিজের মনে কয়লাখনি সবাই ভাবে নাকচিমনি সুযোগ পেলে ভাই দুটো নাম্বার দে না। হাত ধরে খুব ঘোরা পুজোর দিনে রেস্তোরাঁ সবশেষে ভরসা আমার এক কাপই চা। পুজোর সময় মি...

Phire Asar Gaan Lyrics | Shaoni | Bong Studi

Phire Asar Gaan Lyrics   Shaoni The Bong Studio Originals Krish Bose The Bong Media ব লেনি কেউ তোমাকে রেখে যেতে পিছুটান তুমি তও রেখেযাও ঘরে ফিরে আসার গান বলে সবাই তোমাকে রেখে যেতে অভিমান                  তুমি তও রেখেযাও ঘরে ফিরে আসার গান                  তবুও মাঝে মাঝে মনেহয় ভুল                  এড়িয়ে ছুঁয়ে দিলে আমাকে আবার                  মিশেযাবে আমাদের এই পথ ভালোবাসার                  তবুও মাঝে মাঝে মনের সুর                  কবিতা  জুড়ে জুড়ে লিখে গেলে গান                  মিলেযাবে আমাদের এই পথ ভালোবাসায়                  এই রাতের আধার রঙিন আলোতে ফুরিয়ে যাবে        ...

Toke Chai Song Lyrics | Timir Biswas

Toke Chai Song Lyrics: Teko (টেকো) Ritwick Chakraborty Srabanti Timir Biswas SEE THE IMAGE খা মখেয়ালি চিন্তারা তোর নেশাতে দেয় সাড়া বেহিসাবি মনে মেজাজে  তোর খেয়ালে পথ হারাই                    একমুঠো আবিরের লালে হৃদয়ের লুঠতরাজ                    উড়তেচায় তোকে পেলে সে                    আদরেই পক্ষীরাজ।                    রাঙা পলাশে যদি ডাক আসে                    তোরই আকাশে ভেসে যাই                    আলো আঁধারে নীল পাহাড়ে                    পাতা বাহারে তোকে চাই  তোকে চাই                    একপলকে সব হারিয়ে যাবে             ...